DYFI BAHRAMPUR

বহরমপুরে পুলিশের বাধা,
প্রতিরোধে অদম্য যুব কর্মীরা,
দেখুন ভিডিও

জেলা

DYFI BAHRAMPUR বৃহস্পতিবার বহরমপুরে জেলা পুলিশ সুপারের দপ্তর অভিমুখে অভিযান।

বহরমপুরে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে  ডিওয়াইএফআই-এর এসপি অফিস অভিযানকে ঘিরে ধুন্ধুমার।  নিয়োগ দুর্নীতির প্রতিবাদে, চোর ধরার দাবিতে।  এসপি অফিস অভিযানের ডাক দেয় ডিওয়াইএফআই এর মুর্শিদাবাদ জেলা কমিটি। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে ডিওয়াইএফআই জেলা কার্যালয় থেকে মিছিল করে এসপি অফিসের দিকে রওনা দেন ডিওয়াইএফআই নেতা কর্মীরা। এসপি অফিস অভিযানের আগে টেকস্টাইল কলেজ মোড় এলাকায় ব্যারিকেড  দিয়ে রাস্তা আটকে দেয় পুলিশ। ধুন্ধুমার। আহত দুই। নাজেহাল পুলিশ। আছেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, জেলা সম্পাদক সন্দীপন দাস, সভাপতি সৈয়দ নুরুল হাসান। 

Comments :0

Login to leave a comment