Dengue Death

ডেঙ্গু আক্রান্ত তরুণীর মৃত্যু দমদমে

রাজ্য

Dengue Death


বেড়েই চলেছে সংক্রমণ। আবার ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। বৃহস্পতিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দক্ষিণ দমদমের এক তরুণীর মৃত্যু খবর পাওয়া গিয়েছে। মৃতের নাম ববিতা রায়(৩৫)। জানা গেছে কয়েকদিন আগে তাঁর জ্বর হয়। শরীরে দেখা দিয়েছিল ডেঙ্গুর বিভিন্ন উপসর্গ। তাঁকে দক্ষিণ দমদম মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়। ডেথ সার্টিফিকেটে এনএস-১ পজিটিভ ছিলেন বলে উল্লেখ রয়েছে। গত বুধবার সকালে নিউ আলিপুরের বাসিন্দা সৃজন সাহা নামে এক সাড়ে ১৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। তাকে ২২ আগস্ট মঙ্গলবার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকাল ৬টা নাগাদ শিশুটির মৃত্যু হয়। এই নিয়ে গত ৩ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন বেসরকারি তথ্য অনুযায়ী চলতি মরশুমে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছুঁইছুঁই। তবে সরকারের তরফে মিলছে না আক্রান্ত ও মৃত্যুর কোন তথ্যই। পৌরসভা সূত্রের খবর, দক্ষিণ দমদম পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০’র কাছাকাছি। ডেঙ্গু সংক্রমিতের সংখ্যা সবচেয়ে বেশি ৫, ২১ ও ৩১ নম্বর ওয়ার্ডে। 

রাজ্যের তরফে ১৫ জনের মৃত্যুর খবর দেওয়া হলেও বেসরকারি মতে এই সংখ্যা আরও বেশি। তেমনই সরকারের তরফে মিলছে না আক্রান্তের কোন সঠিক তথ্য। এর আগে স্বাস্থ্য ভবনের বক্তব্যে যে তথ্য মিলেছিল, তাতে দেখা যায় প্রতি সপ্তাহেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১২০০ থেকে ১৪০০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ছেন। সেই হিসেবে রাজ্যে চলতি মরশুমে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত বলে মনে করা হচ্ছে। সরকারের তরফে কোনও সঠিক পরিসংখ্যান না মেলায় বিভ্রান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। গ্রামে গঞ্জে বহু চিকিৎসাকেন্দ্রে জ্বর নিয়ে পৌঁছালেও সঠিক সময়ে রক্ত পরীক্ষার রিপোর্ট মিলছে না বহু রোগীর। বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ডেঙ্গু বিপজ্জনক আকার নিয়েছে। কলকাতায় বিভিন্ন হাসপাতালেও বহু ডেঙ্গু রোগী ভর্তি বর্তমানে। খাস কলকাতাতেই বিভিন্ন ওয়ার্ডে জঞ্জাল সাফ ও জমা জল পরিষ্কার নিয়ে বাসিন্দাদের অসংখ্য অভিযোগ রয়েছে।

Comments :0

Login to leave a comment