মানিকচক ব্লকের ভুতনীর চরের সাহেবরামটোলা বুথের প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল এবং বিজেপি ছেড়ে তুলে নিলেন লালঝান্ডা।
রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই প্রবণতা দেখা যাচ্ছে। তৃণমূল এবং বিজেপি ছেড়ে সরাসরি তুলে নিচ্ছেন লালঝান্ডা।
সিপিআই(এম) এই বুথে সভা করেছে। সেখানেই এই পরিবারগুলি পতাকা হাতে তুলে নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন সুধীর মন্ডল। বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা দেবজ্যোতি সিনহা, আমিরুল হক, বঙ্কিম মন্ডল, রশিদ আলম, কুলেশ মন্ডল প্রমুখ।
দেবজ্যোতি সিনহা বলেছেন, মানুষ বুঝছে তৃণমূল চোর আর বিজেপি সাম্প্রদায়িক। বিজেপি-ও দুর্নীতিতে যুক্ত। এরা আবার তৃণমূলে যোগ দিচ্ছে। সবার কাছে আবেদব পশ্চিমবাংলাকে বাঁচাতে হবে।
অভিষেক ব্যানার্জির কর্মসূচি প্রসঙ্গে বক্তারা বলেন, এসি গাড়িতে করে ঘুরছেন। প্রার্থী ঠিক করার জন্য না, পঞ্চায়েতে ভোট লুট কিভাবে করা যায় সেই ব্যবস্থা করতে।
Comments :0