Jadavpur University

যাদবপুরে অভ্যন্তরীণ তদন্ত কমিটি নিয়ে অভিযোগ আছে

রাজ্য

প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই কমিটি নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছে বলে বৃহস্পতিবার আচার্য তথা রাজ্যপালের কাছে জানিয়েছেন যাদবপুরের উপাচার্য। এই কথা শোনার পর প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের বাইরের সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা যেতে পারে বলে যাদবপুরের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে পরামর্শ দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রয়োজনে প্রাক্তন বিচারপতিকে দিয়েও যাদবপুরে তদন্তের পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। এদিন সকালে রাজভবনে এই বৈঠকে উপাচার্য ছাড়াও ছিলেন রাজ্যপালের গড়া অ্যান্টি র্যা গিং কমিটির প্রধান তথা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ও।
জানা গেছে, র্যা গিং রুখতে উপাচার্যকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন রাজ্যপাল। যাদবপুরের বর্তমান পরিবেশ-পরিস্থিতি নিয়েও উপাচার্যের কাছে বিস্তারিত জানতে চান বোস। বিশ্ববিদ্যালয়ে সিসি ক্যামেরা লাগানো নিয়ে টালবাহানা চলছে কেন, তা-ও জানতে চান তিনি। বৈঠকে যাদবপুরের উপাচার্য দাবি করেন যে, ছাত্র মৃত্যুর ঘটনায় যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেই কমিটি সম্পর্কে সুনির্দিষ্ট কিছু অভিযোগ এসেছে তাঁর কাছে। রাজ্যপাল তখন তাঁকে জানান, প্রয়োজনে তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরের সদস্যদের নিয়েও একটি তদন্ত কমিটি গঠন করতে পারবেন। অবশ্য অভ্যন্তরীণ তদন্ত কমিটির কোনও রিপোর্ট এখনও হাতে পাননি যাদবপুরের নতুন উপাচার্য। তাই ওই তদন্তের অগ্রগতি নিয়ে এদিন তিনি কিছু জানাতে পারেননি। প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পর যাদবপুরের উপাচার্য জানান, রাজ্যপাল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি’র নিয়ম মোতাবেক তাঁকে সমস্ত পদক্ষেপ করতে বলেছেন।
এর আগেই রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যাদবপুর সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে র্যাষগিং রুখতে যা যা পদক্ষেপ ইউজিসি সুপারিশ করেছে তা কার্যকর করতে বলা হয়েছে। শিক্ষা দপ্তরকে টপকে রাজভবনকে দেখা গেছে একাধিক বিষয়ে পদক্ষেপ নিতে। প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর পর রাজভবনেই যাদবপুরের কোর্টের বৈঠক ডেকেছিলেন রাজ্যপাল। এভাবে বিশ্ববিদ্যালয়ের বৈঠক ডাকতে পারেন কি না, তা নিয়ে বিতর্কও হয়েছিল। যদিও কোর্ট মিটিং রাজভবনেই হয়। সেখানে কিছু সিদ্ধান্ত নেন আচার্য তথা রাজ্যপাল। তার মধ্যে উল্লেখযোগ্য অ্যান্টি র্যাআগিং কমিটি গঠন। যা শুধু যাদবপুর নয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

Comments :0

Login to leave a comment