SUSHANTA GHOSH CPI(M)

ঠিক করুন চোরদের বাঁচাবেন না গণতন্ত্রকে,
পুলিশকে হুঁশিয়ারি সুশান্ত ঘোষের

জেলা

SUSHANTA GHOSH CPIM বুধবার চন্দ্রকোণা থানা অভিযান। ছবি: চিন্ময় কর

চিন্ময় কর

তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে পুলিশ প্রশাসনের একাংশ। পুলিশকেই ঠিক করতে হবে কোন দায়িত্ব নেবে। চোরদের বাঁচাবে না গণতন্ত্রকে রক্ষা করবে। 

বুধবার পশ্চিম মেদিনীপুরের পুলিশকে এই মর্মে হুঁশিয়ারি দিয়েছেন সিপিআই(এম) জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। চন্দ্রকোনায় তিনি বলেছেন, ‘‘প্রতিবাদী ও বিরোধী কন্ঠস্বর স্তব্ধ করতে মিথ্যা অভিযোগে সাজানো মামলা তুলে নিতে হবে। চোর খেদানোর লড়াই শুরু হয়েছে। এবার কাউকে ছেড়ে কথা বলা হবে না।’’

 

এদিন পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন থানার সামনে বিক্ষোভ অভিযান হয়। গতবার পঞ্চায়েত নির্বাচনে পুলিশের ভূমিকায় ক্ষোভ তীব্র হয় সর্বত্র। প্রশাসনিক দপ্তরে গিয়েও মনোনয়ন পত্র জমা দিতে পারেননি বামপন্থীরা। 

ঘোষ বলেছেন, ‘‘প্রতিটি ব্লক দপ্তর সশস্ত্র সমাজ বিরোধীরা দখল নেয়। সেই সময় পুলিশ নীরব দর্শক হয়ে দুর্বৃত্তদের পাহারা দেয়। বামপন্থী মহিলা প্রার্থীদেরও বিবস্ত্র করে মারধর করে মনোনয়ন পত্র কেড়ে নেওয়া হয়েছে।’’ পুলিশ প্রশাসনের উদ্দেশ্য তিনি বলেন, ‘‘আপনারাই এবার ঠিক করুন। চোরেদের পাহারা দেবেন, না গণতন্ত্রের পক্ষে ও সাংবিধানিক দায়িত্ব পালন করবেন।’’

ঘোষ বলেন, ‘‘চন্দ্রকোনা থানা এলাকার শত শত ভাগচাষী ও বর্গাদারের জমি দখল করে পাকা ধান নষ্ট করেছে তৃণমূলের ব্লক সভাপতি এবং এলাকার বিধায়ক। অসহায় পরিবারগুলি পুলিশের কাছে গেলেও পদক্ষেপ নেওয়া হয়নি। বোমা, বন্দুকে, সমাজবিরোধীদের রাজত্ব কায়েম করেছে রাজ্যের শাসকদল। আইনের শাসনের পরিবর্তে দখলদারী ও দুষ্কৃতীরাজ চলছে রাজ্যজুড়ে। মানুষ ছেড়ে কথা বলবে না। গ্রাম বাঁচাতে চোর তাড়ানোর শপথ নিয়েছেন গ্রামের মানুষ। আর লুঠেরা তৃণমূল ও বিজেপি দুই শক্তিকে হটিয়ে করে জনগনের পঞ্চায়েত গড়ে তাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার শপথে লড়াইয়ে সামিল হয়েছেন।’’

 

এদিন চন্দ্রকোনা থানার সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। তিনি বলেন, ‘‘ওরা শিক্ষা স্বাস্থ্যকে কোমায় পাঠিয়েছে শিক্ষক, ডাক্তার ও নার্স সহ অভ্যন্তরীণ পরিকাঠামোকে ধ্বংস করে। আর পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করে দমন পীড়ন অত্যাচার সহ সাজানো মামলা দিয়ে সিপিআই(এম) নেতা কর্মীদের হেনস্তা করে চোর ডাকাতের রাজত্ব কায়েম করেছে।’’

এদিন চন্দ্রকোনা থানা, মোহনপুর থানা ও মেদিনীপুর কোতোয়ালি থানা অভিযান হয়।  বিক্ষোভ সভা হয় জেলায়। প্রতিটি স্থানে জনরোষে ও জনসমাগমে মিছিল সংগঠিত হয়। প্রতিটি থানার গেটে হয় বিক্ষোভ সভা।

Comments :0

Login to leave a comment