Former Kerala Chief Minister Oommen Chandy dies in Bengaluru

কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা ওমেন চন্ডি প্রয়াত

জাতীয়

কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি মঙ্গলবার ভোরে বেঙ্গালুরুতে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তাঁর ছেলে তাঁর মৃত্যুর খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। "আপ্পা মারা গেছেন," তিনি ফেসবুকে শেয়ার করেছেন।

৭৯ বছর বয়সী ওমেন চান্ডি গত কয়েক মাস ধরে কর্ণাটকের রাজধানীতে চিকিৎসাধীন ছিলেন। কেরালা সরকার ওমেন চান্ডির মৃত্যুতে দুই দিনের সরকারি শোক ঘোষণা করেছে এবং মঙ্গলবার রাজ্যে সরকারি ছুটি থাকবে। শোক প্রকাশের সাথে সাথে, বর্তমান কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অতীতের কথা স্মরণ করেছেন যখন তাঁরা দুজনেই ১৯৭০ সালে কেরালা বিধানসভায় প্রবেশ করেছিলেন। “আমরা ছাত্র রাজনীতির মাধ্যমে একসাথে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছিলাম এবং অনেক দীর্ঘ পথ চলেছিলাম। চান্ডি সর্বদা মানুষের সাথে ছিলেন এবং তাকে বিদায় জানানো কঠিন,’’ বিজয়ন টুইট করেন। তিনি ২০০৪-২০০৬ এবং ২০১১-২০১৬ এর মধ্যে দুবার কেরালার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করেছে জাতীয় কংগ্রেস।

Comments :0

Login to leave a comment