UP Flood situation

উত্তরপ্রদেশে অতি বৃষ্টি, নিহত অন্তত ৩৪

জাতীয়

উত্তরপ্রদেশে গত তিন দিনে অতি বৃষ্টিতে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টার মধ্যে দশজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ৩৪ জনের মধ্যে ১৭ জনের মৃত্যু বজ্রপাতে, ১২ জনের জলে ডুবে এবং পাঁচজন প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মারা যায়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ত্রাণ ঘোষণা করেছেন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আহতদের যথাযথ চিকিৎসার আশ্বাস দিয়েছেন।


এই বর্ষায় উত্তরপ্রদেশে ইতিমধ্যেই ১১ শতাংশ অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, যার ফলে নদীর জলস্তর বেড়েছে, নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভারতীয় মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) তথ্য অনুসারে রাজ্যের ৭৫টি জেলার মধ্যে প্রায় ৬৮টি জেলায় বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণের কারণে গঙ্গা, রামগঙ্গা, যমুনা ও রাপ্তি সহ রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত নদীতে জলস্তর বেড়েছে।

Comments :0

Login to leave a comment