নলহাটি পাথর খাদান এলাকায় হানা দিল জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ। স্থানীয় পঞ্চায়েতের এক তৃণমূল প্রার্থীর ক্রাশার থেকে বিপুল বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে। সিল করা হয়েছে ক্রাশার।
তৃণমূলের এই নেতা মনোজ ঘোষ ফেরার। বাহাদুরপুর থেকে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থী তিনি। বাহদুরপুরেই তাঁর ক্রাশার বা পাথর ভাঙার খাদান। ক্রাশারের অফিস থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমান অবৈধ বিস্ফোরক।
দুষ্কৃতীদের জড়ো করে পঞ্চায়েতে বিরোধীদের মনোনয়ন করতে দেয়নি এই মনোজ ঘোষ। তবে পঞ্চায়েত সমিতি এবং বীরভূম জেলা পরিষদে বিরোধী প্রার্থী আছে ওই এলাকা থেকে।
বীরভূমে এর মধ্যে একাধিক জায়গা থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। বামপন্থীরা বারবার পুলিশের কাছে বিস্ফোরক এবং বেআইনি অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন। বাস্তবে তা হয়নি বলে ক্ষোভ জানিয়েছেন বামফ্রন্ট নেতৃবৃন্দ।
Comments :0