শম্ভূচরণ নাথ, আলিপুরদুয়ার
পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করতে হবে। দিতে হবে একশো দিনের কাজের মজুরি। আবাস যোজনায় গরিবকে দিতে হবে ঘর।
এই দাবিতেই মঙ্গলবার আলিপুরদুয়ারে সরকারি দপ্তর ডুয়ার্সকন্যা অভিমুখে অভিযান করল সিপিআই(এম)। বাধা দিতে ব্যারিকেড গড়েছিল পুলিশ। মিছিল এগিয়েছে ব্যারিকেড মাটিতে ফেলে ( দেখুন ভিডিও)।
এদিন মিছিলে যোগ দেওয়া জনতার ছবি তুলতে দেখা গিয়েছে পুলিশকে। সিপিআই(এম) নেতৃবৃন্দ তার কড়া প্রতিবাদ করেছেন। বলেছেন, ভয় দেখানোর চেষ্টা করে লাভ নেই। ভয় কেউ পাচ্ছেন না। বামফ্রন্ট সরকারের মেয়াদে প্রতি পাঁচ বছর অন্তর নির্দিষ্ট সময়ে পঞ্চায়েত ভোট হয়েছে। পঞ্চায়েত আমাদের অধিকার। ভোটের দিন জানাতেই হবে।
তৃণমূলের লুটেরাদের সরিয়ে মানুষের পঞ্চায়েত গড়ে তোলার আহ্বান জানিয়েছে মিছিল। হয়েছে সমাবেশও। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বক্তব্য রেখেছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য অলকেশ দাস। মিছিলের সামনের সারিতে ছিলেন সিপিআই(এম) আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক কিশোর দাস এবং নেতানেত্রীরা।
টানা এক মাস থেকে জেলা জুড়ে চা বলয় থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েত, পৌরসভা এলাকায় সিপিআই(এম) কর্মীরা মানুষের কাছে পৌঁছে সভা, গণস্বাক্ষর অভিযান চালিয়েছেন। সেই প্রয়াসের প্রতিচ্ছবি আছড়ে পড়ে ডুয়ার্সকন্যায়। এদিন লাল পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে ব্যারিকেডের সামনে এগিয়ে যায় মিছিল। পুলিশ যথাসাধ্য চেষ্টা করলেও আটকাতে পারেনি। প্রথম ব্যারিকেড ভেঙে দ্বিতীয় ব্যারিকেড দিকে যেতেই পুলিশ ঝাঁপিয়ে পড়ে। সিপিআই(এম) কর্মীরা ব্যারিকেডের সামনেই বসে পড়েন।
এদিন অলকেশ দাস ডুয়ার্স কন্যারসামনে বলেন, ‘‘ব্যারিকেড দিয়ে আটকানো যাবে না। আর ব্যারিকেড বানিয়েছে কন্টাক্টার। তৃণমূল পার্টিটা কন্ট্রাক্টরদের পার্টিতে পরিণত হয়েছে।’’ পুলিশকে বলেন, ‘‘মিছিলে অংশ নিলে ছবি তুলে রাখছেন কেন। এরা কি অপরাধী? আপনাদেরও ডিএ দিচ্ছে না সরকার। আপনারাও বুঝে নিন। তৃণমূলের বিসর্জনের ঢাক বেজে গেছে।’’
Comments :0