ভোটার তালিকা প্রস্তুতির তথ্য জানানোর নির্দেশ আইন বা কোনও গাইডলাইনে নেই। এই যুক্তিতে বিহারে খসড়া ভোটার তালিকায় বাদ ৬৫ লক্ষের নাম জানাতে অস্বীকার করল নির্বাচন কমিশন।
সুপ্রিম কোর্ট চার দিন আগে নির্বাচন কমিশনকে এই তালিকা জমা দিতে বলে। বিহারে ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ বা এসআইআর’র খসড়া প্রকাশ হয় ১ আগস্ট। আশঙ্কা মিলিয়ে আগের তালিকা থেকে ৬৫ লক্ষ কম নাম রয়েছে তালিকায়।
সুপ্রিম কোর্টে এসআইআর’র বিপক্ষে আবেদনকারী অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মস সহ অন্যরা এই তালিকার দাবি করে। সুপ্রিম কোর্ট তার জন্য নির্দেশও দেয় কমিশনকে। এখন কমিশন জানাচ্ছে যে কোনও আইন বা গাইডলাইনে খসড়া তালিকা তৈরির পর্বে আগের ভোটদাতাদের কারও ফর্ম জমা না পড়ার তালিকা দেওয়ার নির্দেশ নেই। আবেদনকারীর এমন কোনও তালিকা চাওয়ার অধিকার নেই।’’
নির্বাচন কমিশনের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক মঞ্চ ‘ইন্ডিয়া’। ১১ আগস্ট নির্বাচন কমিশন অভিমুখে মিছিলের ডাক আগেই দিয়েছে ‘ইন্ডিয়া’। সোমবার রাতে বিরোধী দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার ‘ভোট চুরি’-র স্লোগান দিয়ে কমিশন দপ্তরে মিছিল করে যেতে চাইছেন বিরোধী সাংসদরা। বিহারে এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক কারচুপির বহু ঘটনা সামনে আনছেন বিরোধীরা। কমিশনের তথ্য জানাচ্ছে, খসড়া তালিকা প্রকাশের পর ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ১ লক্ষ ৬০ হাজারের বেশি। তার অর্ধেক বিহারের সরকারে আসীন বিজেপি’র।
EC Supreme Court
নাম বাদ কাদের জানাবে না কমিশন, কাল মিছিল ‘ইন্ডিয়া’-র

×
Comments :0