প্রশ্ন একাধিক। রয়েছে মতামতও। কী ভাবে এগতে চাইছে সিপিআই(এম)?
এমন নানা প্রশ্নে সরাসরি ব্যাখ্যা দেবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। প্রশ্ন রাখবেন শিল্পী এবং কমিউনিস্ট কর্মী দেবদূত ঘোষ।
৩০ সেপ্টেম্বর, শনিবার, রাত ৮টায় সম্প্রচার হবে এই সওয়াল-জবাব। দেখা যাবে সিপিআই(এম)'র অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং 'গণশক্তি'-র ওয়েব পোর্টাল www.ganashakti.com-এ।
সিপিআই(এম) এই ওয়েব সম্প্রচার সিরিজের নাম দিয়েছে 'যুক্তি তক্কো গপ্পো'। মহম্মদ সেলিমকে দিয়ে শুরু হচ্ছে প্রথম পর্ব। পার্টি নেতৃবৃন্দ পরের পর্বগুলিতে বসবেন এমনই মত বিনিময়ে।
Comments :0