এককভাবে সরকার গঠনের প্রশ্নে চূড়ান্ত আত্মবিশ্বাসী কংগ্রেস। কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার শুক্রবারও জোরের সঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁর দল অন্ততপক্ষে ১৪১টি আসন পাবে। প্রাক ভোট কিংবা বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসই সম্ভবত কংগ্রেস নেতাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। নিজেরাই ফের সরকার গড়বো, এতটা জোর দিয়ে দাবি করছেন না কোনও বিজেপি নেতাই। উলটে তাঁরা যে ছলে-বল-কৌশলে সরকার গঠনে ভরসা করছেন, তা ফাঁস হয়ে গিয়েছে এক বিদায়ী মন্ত্রীর কথাতেই। একটি নিউজ চ্যানেলে এদিন সাক্ষাৎকারে আর অশোক নামের ওই মন্ত্রী জানিয়ে দিলেন, ‘বিজেপি গরিষ্ঠতা পাবে কি পাবে না, বড় কথা নয়। সরকার গঠন করবে বিজেপি-ই। জানতে চাইবেন না কখন কিংবা কীভাবে।’ তুলনায় নিষ্প্রভ রাজ্যে তৃতীয় শক্তি হিসাবে পরিচিত জনতা দল (এস)। শেষ পর্যন্ত বিধানসভা ত্রিশঙ্কু আকার নিলে, জনতা দল (এস)-ই যে সরকার গঠনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কংগ্রেস-বিজেপি দু’দলের কাছে, সেটা আঁচ করেই ওই দলের নেতারা বলছেন, ফল প্রকাশ হোক, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। এমন আবহের মধ্যেই শনিবার ২২৪ আসন বিশিষ্ঠ কর্ণাটক বিধানসভার ফল বের হবে। প্রাক ভোট কিংবা বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিললো কি মিললো না, তা স্পষ্ট হয়ে যাবে ওইদিন দুপুরের মধ্যেই।
কংগ্রেসের বিপুল জয়ের ব্যাপারে আশাবাদী শুধু শিবকুমারই নন, দিল্লিতে এদিন এমনই আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন দলের অন্যতম মুখপাত্র জয়রাম রমেশ। তিনিও মনে করেন, কংগ্রেসকে এবার অন্যদের ওপর ভরসা করতে হবে না সরকার গঠনে। আর শিবকুমার ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনা উড়িয়ে দিয়ে ওই ১৪১ আসনের দাবি জানিয়েছেন। তিনি এদিন বলেছেন, রাজ্যজুড়ে এবার কংগ্রেসের হাওয়া চলেছে। তিনি যে বুথ ফেরত সমীক্ষার ওপর ভরসা করে একথা বলছেন না তা বোঝাতে প্রদেশ সভাপতি বলেছেন, ‘‘ওদের নমুনার পরিমাণ কম। আমাদের নিজেদের সমীক্ষার ব্যাপ্তি অনেক অনেক বড়। সেখান থেকেই বলছি এবার কংগ্রেসের পালেই হাওয়া আছে।’’ বিজেপি টাকা ছড়িয়ে নির্বাচন লড়েছে বলা হলে শিবকুমার পালটা বলেন, ‘‘বিজেপি যত টাকা ছড়াক না কেন, ওই দলের যত বড় নেতাই এখানে পড়ে থেকে ঘাম ঝরাক না কেন, এখনও বুলেটের থেকে ব্যালট অনেক বেশি শক্তিশালী।’’
জনতা দল (এস) নেতা এইচ ডি কুমারাস্বামী ত্রিশঙ্কু হলে জোট সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে বলা হলে শিবকুমার গুরুত্ব না দিয়ে বলেন, ‘‘আমি জানি না উনি কী বলেছেন।’’ উলটে তিনি জনতা দল (এস) নেতা-কর্মীদের ওই দলে থেকে সময় নষ্ট না করে কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানান। ত্রিশঙ্কু হলে বিজেপি ‘রিসোর্ট রাজনীতি’ শুরু করবে প্রসঙ্গে শিবকুমার বলেন, ওইসব ২৫ বছর আগে হতো। আর বিদায়ী মন্ত্রী অশোকের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, ‘‘ওইসব মতিভ্রমের কথাবার্তা।’’
এই ‘রিসোর্ট’ বা ‘পদ্ম’ রাজনীতির সম্ভাবনা উড়িয়ে দিয়ে এদিন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও দলের বিপুল জয়ের কথা দাবি করেন। তিনি বলেন, সরকার গঠনে আমাদের কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।
কংগ্রেস জিতলে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে তাঁর সঙ্গে সিদ্দারামাইয়ার দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দেবে কীনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমাদের দলে এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন সভাপতি মললকার্জুন খাড়গে, প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী।
এদিকে, বিজেপি নেতারা এদিন দফায় দফায় আলোচনা করেছেন ভোটের ফলাফল কী হতে পারে, সেসমস্ত সম্ভাব্য পরিস্থিতি নিয়ে। বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা সহ রাজ্য স্তরের নেতারা আলোচনা করেছেন কৌশল রূপায়ণে। বিজেপি নেতারা ধরেই নিয়েছেন যে কোনওভাবেই একক গরিষ্ঠতা পাবে না তাঁদের দল। সেজন্য তাঁরা সেই ‘রিসোর্ট’ কিংবা ‘পদ্ম’ রাজনীতির ওপরেই ভরসা করছেন। কোন দল ক’টা আসন পায় এবং কাদের কাদের ভাঙিয়ে আনা যায়, সেই নিয়েই দিনভর ব্যস্ত ছিলেন তাঁরা। তাঁর স্পষ্ট ইঙ্গিত এদিন দিয়েছেন বিদায়ী মন্ত্রী অশোক। তিনি তাই জোর দিয়ে বলেছেন, ‘‘আমরা সরকার গঠন করবো। কখন, কীভাবে জানতে চাইবেন না। আমরা এনিয়ে আলোচনা করবো রাজ্য এবং কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। প্ল্যান বি প্রস্তুত রাখতে হবে।’’ তিনি এও বলেন, ‘‘গরিষ্ঠতা না পেলে আমরা দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মতোই ‘অপারেশন’ শুরু করে দেবো। নিঃসন্দেহে কর্ণাটকে ফের ডবল ইঞ্জিন সরকার গঠন হবে।’’ বিজেপি’র পরিকল্পনা কী, তা পরিষ্কার হয়ে গিয়েছে অশোকের কথাতেই।
জনতা দল (এস) নেতারা আগাম কিছু মন্তব্য করতে চাইছেন না। এক নেতা দাবি করেছিলেন যে, ভোটের ফল বের হলে কাকে সমর্থন জানানো হবে তা ঠিক করে ফেলা হয়েছে। তনভির আহমেদ নামের ওই নেতার কথাকে উড়িয়ে দিয়ে এদিন ওই দলেরই অন্যতম নেতা সি এম ইব্রাহিম বলেছেন, ‘‘আমরা ফল বেরনোর পর সিদ্ধান্ত নেব। এখনও এনিয়ে কোনও আলোচনা হয়নি দলের অভ্যন্তরে।’’
Comments :0