Karnataka bans all forms of head cover during recruitment exams

কর্ণাটকে চাকরির পরীক্ষায় নিষিদ্ধ হল মাথা ঢাকা কাপড়

জাতীয়

কর্ণাটক এক্সামিনেশন অথরিটি (KEA) ব্লুটুথ ডিভাইস ব্যবহার করে নকল করার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বোর্ড এবং কর্পোরেশনগুলির জন্য নিয়োগ পরীক্ষায় সমস্ত ধরণের হেড কভার নিষিদ্ধ করেছে।
যদিও, দক্ষিণপন্থী সংগঠনগুলির প্রতিবাদের মুখে পরীক্ষা কমিশন মঙ্গলসূত্র এবং পায়ের আঙ্গুলের আংটি ব্যবহারের অনুমতি দিয়েছে।
যদিও পরীক্ষা কর্তৃপক্ষের ড্রেস কোডে নিষিদ্ধ আইটেমের তালিকায় হিজাবের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে নিয়োগ পরীক্ষার সময় মাথা ঢেকে রাখার নিয়মে এটি নিষিদ্ধ হবে খুব স্বাভাবিকভাবেই।

Comments :0

Login to leave a comment