LEFT FRONT DHUPGURI CANDIDATE

ধুপগুড়ি উপনির্বাচনে বামফ্রন্টের প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়

রাজ্য

LEFT FRONT DHUPGURI CANDIDATE বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। ছবি নিজস্ব সংগ্রহ থেকে।

ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা  করল রাজ্য বামফ্রন্ট। এই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। ৫ সেপ্টেম্বর এই কেন্দ্রে ভোট নেওয়া হবে। 

শুক্রবার বামফ্রন্টের বৈঠকের পর প্রার্থীর নাম জানিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেই সঙ্গে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বামফ্রন্ট। 

এদিন বিবৃতিতে জানানো হয়েছে ১৫ আগস্ট, ৭৬ তম স্বাধীনতা দিবসে এলাকায় এলাকায় জাতীয় পতাকা তুলবে বামফ্রন্ট। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার অংশ পাঠ করা হবে। 

৩১ আগস্ট গণ আন্দোলনের শহীদ দিবসে সকাল সাড়ে দশটায় সুবোধ মল্লিক স্কোয়ারে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাবেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। বেলা ২টোয় মিছিল করে ধর্মতলায় সমাবেশ হবে। উত্তরবঙ্গের জেলাগুলির সমাবেশ হবে জলপাইগুড়ি শহরে। সর্বত্র শহীদদের শ্রদ্ধা জানানো হবে। 

১৯৫৯ সালের খাদ্য আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি আজ ব্যাপক মূল্যবৃদ্ধি, টাকার দাম পড়ে যাওয়ার সঙ্কটের প্রতিবাদে চলবে প্রচার। বিমান বসু বলেছেন, ‘‘কেন্দ্র এবং রাজ্যের সরকারের নীতিতে যেভাবে জনসাধারণের জীবন জীবিকা বিপর্যস্ত তার প্রতিবাদে হবে মিছিল ও সমাবেশ।’’ 

Comments :0

Login to leave a comment