তারকেশ্বরের কেশবচক পঞ্চায়েতের বিজয়ী সিপিআই (এম) প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল। তেঘরী থেকে কাঁড়ারিয়া পর্যন্ত মিছিলে ছিল মানুষের ঢল। মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। মহিলাদের ব্যাপক অংশগ্রহণে লালপতাকায় সুসজ্জিত বর্নাঢ্য বিজয় মিছিল হয় বুধবার।
সম্প্রতি তারকেশ্বর ব্লকের কেশবচক পঞ্চায়েতে সিপিআই(এম) জয়ী হয়। এদিন এই জয়কে স্মরণে রেখে তেঘরী বাজার থেকে কাঁড়ারিয়া বাজার পযর্ন্ত মিছিল হয়। কয়েক হাজার মানুষের জমায়েত হয়েছিল এই মিছিলে। এই বিজয় মিছিলে বামফ্রণ্টের কেশবচক অঞ্চলের সমস্ত প্রার্থী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments :0