পঞ্চায়েতের ভোট প্রচারে গান বাঁধল লাল পতাকা। জনপ্রিয় গানের সুরের সঙ্গে ভিডিও ক্লিপিংসে রয়েছে স্লোগানও- ‘পঞ্চায়েতের হাল ফেরাতে গ্রাম বাংলায় লাল ফেরাও।’
মনোনয়ন জমার সময় কমানো, লাগাতার হুমকি, পুলিশকে দিয়ে মনোনয়ন তোলানোর চেষ্টার পরও মুখোমুখি লড়াই বামপন্থীরা। ২০১৮’র মতো ভোট যে এবার হচ্ছে না টের পাওয়া গিয়েছে মনোনয়ন পর্বেই। সেই মেজাজ তুলে ধরে লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে গানে।
গানের সুরেই উঠেছে স্লোগান। গাওয়া হয়েছে, ‘মানুষ আজ জবাব দেবে ব্যালট জুড়ে তাই/ গ্রাম জুড়ে সব জোট বেঁধেছে ভীষণ লড়াই চাই।’ লড়াই কাদের বিরুদ্ধে? গাওয়া হয়েছে, ‘লালপতাকা উঁচিয়ে চলো একসাথে গান গাই/ চোর জোচ্চোর দাঙ্গাবাজের এবার রেহাই নাই।’
দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূল কংগ্রেস আর দাঙ্গাবাজ বিজেপি’কে হারানোর ডাক দিয়েছে পঞ্চায়েত ভোটে লড়ছে বামপন্থীরা। গাওয়া হয়েছে, ‘এবার/ পঞ্চায়েত/ যত চোর সব তৃণমূলে সবাই জানে রে!’ সঙ্গে বিবরণ- ‘আবাসের টাকা খেল জোড়াফুলের তাজা ছেলে/ গরিবের কী যে হবে একশো দিনের কাজ না পেলে।’
শ্লেষের সুরে বিদ্ধ করা হয়েছে বিজেপি’কে। গাওয়া হয়েছে, ‘চতুর্দিক/ ঘুষের চাষ/ শুভেন্দুটাও লাভের গুড়ে ভাগ নিয়েছে রে/ এখন বেশ/ সাধুর সাজ/ আর ধর্ম দিয়ে মানুষ ভাঙার ডাক দিয়েছে রে’।
মনোনয়ন জমা দিতে গিয়ে খুন হয়েছেন চোপড়ার তরুণ প্রার্থী মনসুর আলম। ১৫ জুন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বামপন্থীদের মিছিলে গুলি চলে। সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেছেন, তৃণমূলের দুষ্কৃতীবাহিনী হামলা চালিয়েছে হারের ভয়ে। ভাঙড় বা সন্দেশখালির মতো একাধিক জায়গায় ব্লক দপ্তর ঘিরে তৃণমূলের দাপাদাপি দেখেছে গোটা রাজ্য। পঞ্চায়েত থেকে কোটি কোটি টাকার দুর্নীতিচক্র রসদ পায়। মানুষ জানেন বলেই ভোট ঠেকাতে এত মরিয়া। লড়াই জোরালো করার ডাক দিয়েছে বামফ্রন্ট। পঞ্চায়েতের গানে সেই লড়াইয়ের সুর।
Comments :0