চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির ফুলবাড়ি চা বাগান থেকে পচাগলা অবস্থায় চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদিন সকালে কাজে যোগ দিতে যাবার সময় পচা গন্ধ পায় চা বাগানের শ্রমিকেরা। এরপর বাগানের ভেতরে উঁকি দিতেই চিতাবাঘের পচাগলা দেহটি পড়ে থাকতে দেখেন চা বাগানের শ্রমিককেরা। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরে।
খবর পেয়ে টুকুরিয়াঝাড় বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের মৃতদেহটি উদ্ধার করে। প্রায় এক দেড় মাস আগে চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে বনকর্মীদের প্রাথমিক অনুমান। দুই চিতার মধ্যে লড়াই নাকি অন্য কোন কারনে চিতাবাঘটির মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বনদপ্তর।
Comments :0