যাদবপুরে ছাত্র খুনের ঘটনার তদন্তকে প্রভাবিত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলছেন। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ করে সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এ কথা বলেছেন।
সেলিম বলেছেন, ‘‘ঘনিষ্ঠরা ধরা পড়বে এই ভয়ে মুখ্যমন্ত্রী ইচ্ছা করে তদন্তকে প্রভাবিত করতে মিথ্যা কথা বলেছেন। উনি তো পুলিশ মন্ত্রী, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি উনি প্রমাণ দিয়ে দেখান।’’
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমাম মোয়াজ্জেমদের নিয়ে ডাকা সভায় হঠাৎ করেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা টেনে এনে বলেন, ‘‘সিপিএমের ছাত্র সংগঠন খুন করেছে। রক্ত নিয়েও বদলায়নি। বদলাবেও না।’’
এই প্রসঙ্গে মহম্মদ সেলিমকে প্রশ্ন করলে তিনি বলেছেন, ‘‘মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেনই, কিন্তু ইমাম মোয়াজ্জেমদের ডেকে মিথ্যা বলতে হচ্ছে কেন? যাদবপুরের ঘটনার প্রকৃত তদন্ত হলে ওঁর ঘনিষ্ঠদের ধরা পড়ার ভয় আছে বলেই উনি তদন্তকে প্রভাবিত করতে চাইছেন।’’
সেলিম বলেন, ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকেন্দ্র এখন দক্ষিণপন্থীদের হাতে আক্রান্ত। গোটা দেশে মোদী আরএসএস’কে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যা করছে মমতা ব্যানার্জিও এখানে শিক্ষা প্রতিষ্ঠানে তাই করছেন। তা না হলে ইমাম মোয়াজ্জেমদের ডেকে যাদবপুরের খুন বলতে হচ্ছে কেন? কেন মুখ্যমন্ত্রী মাদ্রাসা শিক্ষার কথা বললেন না? ১০ হাজার মাদ্রাসা তৈরির ঘোষণার কী হলো? আলিয়া বিশ্ববিদ্যালয়ের উন্নতির কী হলো? ওয়াকফ সম্পত্তি চুরি হচ্ছে, ছাত্রছাত্রীদের স্কলারশিপ চুরি হচ্ছে সেগুলি নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য কোথায়?’’
Comments :0