বিজেপি’র ‘স্পেশাল পারপাস ভেহিকল’ মমতা ব্যানার্জি। এখন দেশে বিজেপি বিরোধী সমঝোতা ভাঙার কাজে মমতাকে ব্যবহার করতে চাইছে বিজেপি।
মঙ্গলবার রানিগঞ্জে সংবাদমাধ্যমের প্রশ্নে এই প্রতিক্রিয়া জানান সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই চালাবে সিপিআই(এম)।
মঙ্গলবার রানিগঞ্জে সিপিআই(এম) দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন সেলিম।
পাটনায় বিরোধী দলগুলির বৈঠক প্রসঙ্গে সেলিম বলেছেন, ‘‘দেশে বিজেপি বিরোধী লড়াইয়ের বিষয়ে আলোচনা হয়েছে। উপায় নেই দেখে মমতা ব্যানার্জিকেও থাকতে হয়েছে। কিন্তু একত্রে আসা মানেই ভোটের জন্য জোট গড়া হয়নি। রাজ্যে রাজ্যে বাস্তবতা অনুযায়ী, আন্দোলন সংগ্রামের চরিত্র অনুযায়ী লোকসভা নির্বাচনে সমঝোতা গড়ে উঠবে। দুর্নীতি, বেকারি বা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের বাস্তবতা থেকেই নির্বাচনী সমঝোতা গড়ে উঠবে। এ রাজ্যে বাস্তবতা হলো তৃণমূল এবং বিজেপি বিরোধী সব শক্তিকে এক জায়গায় করার চেষ্টা করছে বামপন্থীরা। যেমন পঞ্চায়েত ভোটে তা করা হয়েছে। লোকসভা ভোটেও এই প্রয়াসই জারি রাখা হবে।’’
পঞ্চায়েতের প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলছেন যে ‘রাজ্যে কংগ্রেস, বিজেপি, সিপিএম সব তৃণমূলকে হারাতে জোট করেছে।’ এই প্রসঙ্গেই সেলিম বলেন, ‘‘মমতা ব্যানার্জি তৃণমূল গড়ার সময়ে বলেছিলেন সিপিআই(এম)-কে হারাতে বিজেপি’কে নিয়ে মহাজোট গড়তে হবে। তিনি অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রীসভায় টানা মন্ত্রী থেকেছেন। তারপর কোন মুখে এ সব বলছেন?’’
সেলিম মনে করিয়ে দিয়েছেন যে একমাত্র কংগ্রেস এবং বামপন্থী দলগুলি কখনও বিজেপি’র সঙ্গে হাত মেলায়নি। সেলিমের মন্তব্য, ‘‘মমতা ব্যানার্জিকে কেউ বিশ্বাস করে না। তিনিই বলেছিলেন বিজেপি তৃণমূলের স্বাভাবিক মিত্র। আরএসএস তাঁকে বলেছিল দুর্গা।’’
মমতা-আরএসএস-বিজেপি বোঝাপড়া প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘গোয়া, মণিপুর, মেঘালয়ে মমতা গিয়েছিলেন কার টাকায়? মমতা বিজেপি’র ‘স্পেশাল পারপাস ভেহিকল’। প্রয়োজন অনুযায়ী তাঁকে ব্যবহার করে বিজেপি। এখন বিরোধী দলগুলি বিজেপি’কে হটাতে জাতীয় স্তরে একজোটে আন্দোলনে নামতে চাইছে। এই বোঝাপড়া ভাঙতে মমতাকে নামিয়েছে আরএসএস।’’
পঞ্চায়েতের প্রচারে মমতা বলেছেন যে সবচেয়ে বড় চোর বিজেপি। অথচ তৃণমূলকে চোট বলা হচ্ছে। এ সংক্রান্ত প্রশ্নে সেলিম বলেন, ‘‘রাফালে বিমান দুর্নীতি নিয়ে তা’হলে মমতা কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দলের সাংসদদের বলতে দেননি? তাঁর দল ছেড়ে বিজেপি’তে গিয়েছে এমন অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁদের বিরুদ্ধে একটাও এফআইআর দায়ের করেন না কেন? রাজীব ব্যানার্জি তৃণমূল ছেড়ে বিজেপি’তে গিয়ে আবার তৃণমূলে ফিরেছেন। কিছুদিন আগে মমতাই বলেছিলেন রাজীব যে দপ্তরের দায়িত্বে ছিলেন সেই বন দপ্তরে দুর্নীতি হয়েছে। মমতা কিন্তু ব্যবস্থা নেননি।’’
Comments :0