হাওড়া জেলার মঙ্গলাহাটে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়ানি, তবে বেশ কয়েকটি দোকান ধ্বংস হয়েছে আগুনে, পুলিশ জানিয়েছে। বাজারের অনেক পাইকারি ও খুচরা কাপড়ের দোকান, যেখানে কাপড়ের ব্যবসা হয়, পুড়ে ছাই হয়ে গেছে।
"বর্তমানে আ৮টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের ঘটনা নেই। অপারেশন চলছে, শীঘ্রই আগুন নিভিয়ে ফেলা হবে," বিভাগীয় দমকল অফিসার রঞ্জন কুমার ঘোষ জানিয়েছেন। কোথা থেকে আগুন লাগলো সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
Comments :0