অভিষেকের সঙ্গে বায়রনের মিলন হয়েছে। কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেসের মিলন হয়নি। তৃণমূল এবং বিজেপি’কে হারাতে আগ্রহী সব শক্তিকে একত্রিত করা চেষ্টা বজায় রাখবে সিপিআই(এম)।
সাগরদিঘির সদ্য নির্বাচিত বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সাগরদিঘির এই বিধায়ক বায়রন বিশ্বাস সোমবার ঘাটালে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে দল বদল করেন। সেলিম বলেন, চারদিকে তাড়া খাচ্ছে তৃণমূল। বিধায়ক কিনে বিজেপি’র অমিত শাহের কাছে দর বাড়ানোর চেষ্টা করছে।
এদিন বিকেলে কলকাতায় আকাদেমি অব ফাইন আর্টস-এ আয়োজিত একটি আলোচনা সভায় যোগ দেন সেলিম। সংবাদমাধ্যমের প্রশ্নে তিনি বলেন, ‘‘সাগরদিঘির মানুষ তৃণমূল এবং বিজেপি দুই দলকেই হারিয়েছেন। এই দুই শক্তিকে হারাতে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছিল বামফ্রন্ট। মানুষ এই অবস্থানের পক্ষে দাঁড়িয়েছেন।’’
সেলিম বলেন, ‘‘তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মানুষের রায়কে উলটে দিতে চেয়ে বিধায়ক কিনছেন। মানুষের ক্ষোভ আরও বাড়বে।’’ তিনি বলেন, ‘‘তৃণমূল এবং বিজেপি’র বিরুদ্ধে লড়ছে এমন সব শক্তিকে একজোট করার কাজই চালাবে সিপিআই(এম)।’’
মার্চের গোড়ায় সাগরদিঘির উপনির্বাচনের ফল বের হয়। জয়ী আসনে তৃণমূল পরাজিত হয়। কিন্তু কেবল তৃণমূলই হারেনি। মুখ থুবড়ে পড়েছে বিজেপি’ও। রাজ্য রাজনীতিতে সাগরদিঘির উপনির্বাচন বিশেষ আলোচিত ঘটনাও। মুর্শিদাবাদের এই কেন্দ্রে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাসকে তৃণমূলে যোগ দিতে হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়ে।
সেলিম বলেছেন, ‘‘অভিষেক ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়ে নিজের দলে বায়রনকে যোগ দেওয়াননি। ঘাটালে নিয়ে গিয়ে যোগদান করিয়েছেন। এখন অভিষেকের দল সর্বত্র মানুষের তাড়া খাচ্ছে।’’
বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের উল্লেখ করে সেলিম বলেন, ‘‘তাড়া খাচ্ছে বলেই অমিত শাহের কাছে দাম বাড়াতে বিধায়ক ভাঙাচ্ছে। অতীতেও শুভেন্দু অধিকারি, মুকুল রায়দের নিয়ে নিজাম প্যালেসে বসিয়ে বিধায়ক কেনাবেচার দোকান খুলিয়েছিলেন মমতা ব্যানার্জি।’’
শুভেন্দু অধিকারি এখন বিজেপি নেতা। মুকুল রায় বিজেপি হয়ে ফের তৃণমূলে।
উল্লেখ্য, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যে দল ভাঙানো শুরু হয়েছে বেলাগাম কায়দায়। এদিন দল ভাঙানোর এই রাজনীতির কড়া নিন্দা করেছেন কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরীও। তিনি বলেছেন, দল ভাঙিয়ে বিজেপি’র সুবিধা করে দিচ্ছেন মমতা ব্যানার্জি।
Comments :0