Odisha

ওড়িশায় ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ

জাতীয়

ওড়িশার বালাসোর জেলায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রতিবেশীর বিরুদ্ধে। কয়েকদিন চুপ থাকার পর মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানানোর পর অভিযুক্ত ৪৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২০ জুলাই ঘটে যাওয়া এই ঘটনাটি দুই দিন পরে পুলিশে জানানো হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অমরদা রোড পুলিশ ফাঁড়িতে দায়ের করা অভিযোগ অনুসারে, অভিযুক্তের নাম করুণাকর বেহেরা। অভিযোগ নাবালিকা মেয়েটির পরিবারের অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করে। হুমকিও দিয়েছিল।
এই ঘটনার পর মেয়েটি দুই দিন চুপ করে থাকে। দু'দিন ভয়ে আতঙ্কে ছিল। মঙ্গলবার তার পরিবারের কাছে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। একাধিক ধারায় মামলা দায়ের করে। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত। বুধবার তাকে আদালতে হাজির করা হবে জানিয়েছে পুলিশ। পুলিশ জাানিয়েছে ঘটনার তদন্ত চলছে, এবং নির্যাতিতাকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গত কয়েক মাসের মধ্যে বিজেপি শাসিত ওডিশায় বিভিন্ন প্রান্তে বাড়তে থাকা যৌন হেনস্তা, নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নারী নিরাপত্তা রক্ষায় গত এক বছরে ডাহা ফেল করেছে ওডিশার ‘ডবল ইঞ্জিনের’ সরকার। সম্প্রতি বালাসোরে বিভাগীয় প্রধানের থেকে যৌন নির্যাতনের শিকার হয়ে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা রাজ্যে বাড়তে থাকা অপরাধমূলক প্রবণতার আরও এক নিদর্শন। বিজেপি শাসিত ওডিশায় সোমবার রাতেও ওড়িশার জগৎসিংপুর জেলায় দলবেঁধে ধর্ষণের শিকার হয় ১৮ বছরের এক কিশোরী। বান্ধবীর সঙ্গে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিল নির্যাতিতা কিশোরী। তাকে নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে।
ওড়িশার বালাসোর জেলায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার মানুষ।
ক্রমশ বাড়ছে ওড়িশায় যৌন নির্যাতনের ঘটনা। অভিযোগ গত রবিবার জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক নাবালিকাকে অপহরণ করে তিন ব্যক্তি দলবেঁধে ধর্ষণ করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এক ট্রাক চালক তাকে ফের ধর্ষণ করে। দিন কয়েক আগে জাজপুরে এক হকি খেলোয়াড়কে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে তার কোচের বিরুদ্ধে।
গঞ্জাম, পুরী, বালেশ্বর সহ একাধিক ওড়িশায় বিভিন্ন এলাকায় নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে ডাবল ইঞ্জিন সরকার। নারী নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে ওড়িশার বিজেপি সরকার।

Comments :0

Login to leave a comment