ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের দুই যুবকের। মৃত ওই যুবকদের নাম টিঙ্কু শেখ(৩১) এবং সাফিরুল শেখ(৩০)। দুজনেই ফারাক্কার বাসিন্দা। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে একটি পাওয়ার প্ল্যান্টে কাজ করছিলেন। সেই সময়েই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরো দুই শ্রমিক। পুলিশ সূত্রে জানা গেছে জখম দুই শ্রমিকের নাম হাদিকুল এবং আশিফ সেক। তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহত টিঙ্কু শেখের বাড়ি ফরাক্কার ঘোলাকান্দিতে। সাফিরুল শেখের বাড়ি ফরাক্কার আলীনগর গ্রামে। দুই যুবকের মৃত্যুর খবর আসতেই কার্যত শোকের আবহ তৈরি হয় দুই গ্রামে। এই বছরই ফরাক্কার ১৬ জন যুবক থেকে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনামে পাওয়ার প্লান্টে কাজে যান। বৃহস্পতিবারও কাজ করছিলেন তাঁরা। এদিন দুপুরে কাজের সময়েই দুর্ঘটনা ঘটে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুই শ্রমিকের মৃত্যু হয়।
Comments :0