Nandigram

স্টল উদ্বোধন করলেন শহীদ পিতা

জেলা

নন্দীগ্রামের তেখালি বাজারে ২০০৬ সালের পর বুকস্টল হলো এবছর। 
শুক্রবার সন্ধ্যায় শহীদ পিতাকে( জহরলাল মান্না) সঙ্গে রেখে উদ্বোধন করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক। 
নন্দীগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডেও একটি স্টল করা হয়েছে। 
হালতুতে এদিন বুক স্টলের উদ্বোধন করেন বর্ষীয়ান নেতা পবিত্র ব্যানার্জী, মুকুল গুহ ঠাকুররতা, সব্যসাচী চন্দ এবং সঞ্জিত মজুমদার। ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য উপস্তিত ছিলেন।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন