Nitish Kumar Navin Pattanayak meeting

নীতিশের সাথে বৈঠকে জোট নিয়ে কোন আলোচনা হয়নি, জানিয়ে দিলেন নবীন

জাতীয়

লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জোট নিয়ে কোন আলোচনা হয়নি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এদিন ওড়িশার মুখ্যমন্ত্রীর সাথে একান্তে বৈঠক করেন নীতিশ। অনেকেই মনে করেছিলেন লোকসভা নির্বাচনের আগেজোট নিয়ে দুই দলের নেতার মধ্যে কোন আলোচনা হতো পারে। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথা উড়িয়ে দিয়েছেন দুজনেই। নবীন পট্টনায়ক এদিন বলেন,‘‘আমাদের মধ্যে দীর্ঘ দিনের বন্ধুত্বের সম্পর্ক, এছাড়া আমরা দীর্ঘ দিন একসাথে কাজ করেছেন।’’ উল্লেখ্য নবীন এবং নীতিশ দুজনেই অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রী সভার সদস্য ছিলেন।

 

আগামী ১৮ মে দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলির সাথে বৈঠকের আয়োজন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই দিল্লি সফরে গিয়ে সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সাথে বৈঠক করেছেন তিনি। এবার দিল্লির বৈঠকের আগে আগামীকাল ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোড়েন এবং বৃহস্পতিবার এনসিপি প্রধান শারদ পাওয়ার এবং শিব সেনার নেতা উদ্ধব থ্যাকারের সাথে বৈঠক করবেন তিনি।

 

২০০৮ সালে এনডিএ ছাড়লেও নবীন পট্টনায়কের সংসদে বিভিন্ন বিল পাশের সময় বিজেপিকে সাহায্য করেছে সাম্প্রতিককালে। নবীন পট্টনায়কের মতো বিজেপির সাথে অতীতে জোটে থাকলেও বিহারে এখন আরজেডির সাথে জোট করে সরকার চালাচ্ছে নীতিশ কুমার। লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে ইতিমধ্যে বিভিন্ন দলের শীর্ষ নেতা থেকে শুরু করে অনেক মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তিনি।    

Comments :0

Login to leave a comment