আগামী ১৮ মে দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দল গুলির সাথে বৈঠকের আয়োজন করেছেন বিহারের মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগেই দিল্লি সফরে গিয়ে সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সাথে বৈঠক করেছেন তিনি। এবার দিল্লির বৈঠকের আগে আগামীকাল ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোড়েন এবং বৃহস্পতিবার এনসিপি প্রধান শারদ পাওয়ার এবং শিব সেনার নেতা উদ্ধব থ্যাকারের সাথে বৈঠক করবেন তিনি।
২০০৮ সালে এনডিএ ছাড়লেও নবীন পট্টনায়কের সংসদে বিভিন্ন বিল পাশের সময় বিজেপিকে সাহায্য করেছে সাম্প্রতিককালে। নবীন পট্টনায়কের মতো বিজেপির সাথে অতীতে জোটে থাকলেও বিহারে এখন আরজেডির সাথে জোট করে সরকার চালাচ্ছে নীতিশ কুমার। লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ঐক্য গড়ে তুলতে ইতিমধ্যে বিভিন্ন দলের শীর্ষ নেতা থেকে শুরু করে অনেক মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তিনি।
Comments :0