Boycott Parliament Opening

নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ডাক বিরোধীদের

জাতীয়

বিরোধীদের বয়কটের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সংসদ ভবন। ১৯টি বিরোধী দল ঘোষণা করেছে যে তারা অনুষ্ঠানে যোগ দেবে না। বিরোধী দলগুলি আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিবর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন সংসদ উদ্বোধনের পরিকল্পনার নিন্দা করেছে এবং বলেছে এটি একটি রাজনৈতিক চাল। 
হিন্দুত্ববাদী ভিডি সাভারকারের জন্মবার্ষিকীতে অনুষ্ঠানের সয়য় নির্ধারণেরও সমালোচনা করেছে বিরোধীরা।  সাভারকার মহাত্মা গান্ধীর চিন্তার থেকে আমূল ভিন্ন মত পোষণ করেছিলেন এবং দীর্ঘ কারাবাসের পর ব্রিটিশদের কাছে আজীবন বিশ্বস্ত থাকার মুচলেকা দিয়েছিলেন।


ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রকে কড়া সমালোচনা করেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ‘‘সংসদ ভবনের ভিত্তি প্রস্তর সথাপনের সময়েও রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি এবং উদ্বোধনের সময়েও একই কাজ করা হলো। এই মনোভাব গ্রহণযোগ্য নয়।,’’ টুইট করেন তিনি। একই সাথে তিনি স্মরণ করিয়ে দেন সংবিধান অনুসারে রাষ্ট্রপতি হচ্ছেন সংসদের অবিচ্ছেদ্য অংশ। সংসদের অধিবেশন আহ্বান করেন তিনিই।

Comments :0

Login to leave a comment