CPI(M) RALLY ARAMBAGH

লুটের পঞ্চায়েত বদলাবই,
ঘোষণা আরামবাগের জনসভায়

জেলা

CPIM RALLY ARAMBAGH মঙ্গলবার আরামবাগ নেতাজি স্কোয়ারে জনসভায় বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখার্জি।

শুভ্রজ্যোতি মজুমদার, আরামবাগ

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে গোটা পশ্চিমবাংলায় বামপন্থীদের ঘুরে দাঁড়ানোর পালা। এবার আমরা তৈরি, লুটের পঞ্চায়েতকে আমরা বদলাবই। মঙ্গলবার আরামবাগে জনসভায় এ কথা বলেছেন সিপিআই(এম) হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। 

ঘোষ বলেন, ‘‘২০১৩ এবং ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে লুট হয়েছিল। আমরা ওই পঞ্চায়েত মানি না। ওটা লুটের পঞ্চায়েত। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন আগের দু’বারের মতো হবে না।’’ 

মঙ্গলবার আরামবাগ নেতাজি স্কোয়ারে জনসভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই রাজ্য  সম্পাদক মীনাক্ষী মুখার্জিও। তিনি বলেন, ‘‘ছোট বড় কারখানা পরপর বন্ধ করে দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কোথায় কাজ করবে আপনার ছেলেমেয়েরা। তাই সবার হাতে কাজের জন্য লড়াই করছে লাল ঝান্ডা। যাতে রাজ্যে  খেটে খাওয়ার সুযোগ থাকে। লুটে খাওয়ার জায়গা না থাকে।’’ 

‘লুটের পঞ্চায়েত হটাও, মানুষের পঞ্চায়েত গড়’, এই দাবিতে জনসভায় যোগ দেন আরামবাগ, গোঘাট, খানাকুল ও পুরশুড়ার মানুষ। বাস অটো ট্রেকারে করে প্রায় পনের হাজারের বেশি মানুষ এই জনসভায় অংশগ্রহণ করেন। পুরশুড়ার সোঁয়ালুকের বৃদ্ধা অলকা বাগ মীনাক্ষী মুখার্জির স্বাগত জানান মীনাক্ষী মুখার্জিকে।

মুখার্জি রবীন্দ্রনাথকে স্মরণ করে বলেন, ‘‘বিশ্বকবি গরিব মানুষের কাছে শিক্ষাকে পৌঁছে দিতে চেয়েছেন। তিনি শুধু কবিতা গান লেখেননি। একটা পরাধীন দেশকে স্বাধীন করার দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। আর এখন কেউ এপাং ওপাং লিখে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পেয়ে যান। আরেকদিকে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি কৃষ্টিকে যিনি ধ্বংস করেছে সেই বিদ্যুৎ চক্রবর্তীকে উপাচার্য পদে বসিয়েছে বিজেপি-আরএসএস।’’ 

তৃণমূলের দুর্নীতিতে তীব্র ধিক্কার জানান মুখার্জি। তিনি বলেন, ‘‘ভাইপোকে শান্তনু-কুন্তলের সামনে বসে জবাব দিতে হবে কত টাকা খেয়েছে। কিন্তু দেখবেন ওরা জবাব দিতে পারবে না।’’ 

সাম্প্রদায়িক রাজনীতির পাশাপাশি রাজ্যের প্রতি বঞ্চনার জন্য বিজেপি’র কড়া সমালোচনা করেন মুখার্জি। তিনি বলেন, ‘‘দুর্নীতির নাম করে একশো দিনের কাজের টাকা বন্ধ করলেন। হাসপাতালে খোঁজ রাখুন কত শিশু-ছেলে-মেয়ে অপুষ্টিতে ভুগছে। না খেতে পেয়ে মারা যাচ্ছে।’’ তিনি বলেন, ‘‘বিজেপি তো গোটা দেশ বিক্রি করে দিচ্ছে। রাজ্যকে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল। পঞ্চায়েত দখল করতে দেওয়া যাবে না। বুথে বুথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ’’

সভায় বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা সম্পাদক দেবব্রত ঘোষ। তিনি কমিউনিষ্ট আন্দোলনের প্রয়াত নেতা‍ কমরেড বিজয় মোদককে স্মরণ করেন। তিনি বলেন, ‘‘আমরা খেটে খাওয়া মানুষের পক্ষে। মানুষকে বঞ্চিত করে লুট আটকাতে চলবে লড়াই।’’ 

তিনি বলেন, ‘‘সবসময় মনে রাখবেন বিজেপি আর তৃণমূল এক মুদ্রার এ পিঠ আর ও পিঠ। তাই বিজেপি কে দিয়ে তৃণমূল আর তৃণমূলকে দিয়ে বিজেপিকে রোখা যাবে না। বিজেপি তৃণমূলের টাকার ভাগাভাগি হচ্ছে সর্বত্র। তাদের মধ্যে কোন পার্থক্য নেই।’’ 

উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা মনোদীপ ঘোষ, সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জি, আব্দুল হাই, সৌমিত্র চ্যাটার্জি, মিন্টু বেরা প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ভাস্কর রায়।  

ছবি: অনন্ত সাঁতরা

Comments :0

Login to leave a comment