Panchayat Poll 2023

মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্ত ডোমকল

রাজ্য

Panchayat Poll 2023



পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করার দিনই শাসকদলের হাতে খুন হন বিরোধী দলের এক কর্মী। তৃণমূলের বিরোধিতা করায় মুর্শিদাবাদের খড়গ্রামে গুলি করে খুন করা হয় এক কংগ্রেস কর্মীকে। পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন শুরু হতেই গুলি চলে মুর্শিদাবাদের খড়গ্রামের রতনপুর নলদীপ গ্রামে। সেই রেশ কাটতে না কাটতেই শনিবার সকাল থেকে মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে অশান্তি ডোমকলে। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের প্রথম দিনই রক্ত ঝরেছে মুর্শিদাবাদের খড়গ্রামে। বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথেই বিরোধীদের বাধা দেওয়া হয়। তৃণমূলের কর্মীরা বিডিও অফিস ঘিরে রাখে, ব্যপক মারধর করা হয়। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বিডিও অফিস চত্বর। বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। শাসক তৃণমূলের কৌশলও ছিলো একই। পাঁচ বছর আগে যেভাবে সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূলীরা ব্লক অফিসে ঢুকেছিল মনোনয়ন পত্র কেড়ে নেওয়ার জন্য, পাঁচ বছর পরেও সেই একইরকম ভাবে হামলার চেষ্টা হলো ডোমকলে।


পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশের প্রথম দিনই রক্ত ঝরেছে মুর্শিদাবাদের খড়গ্রামে। বাড়িতে ঢুকে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়। নমিনেশন যাতে জমা না দিতে পারে বাম-কংগ্রের পার্থীরা সেই পরিকল্পনা করেই সাশক দলের সশস্ত্র দুষ্কৃতীরা ডোমকল বিডিও অফিস ঘিরে রেখেছে। বিরোধীদের রাস্তায় ফেলে মারধরের করা হয়। পাল্টা প্রতিরোধ করে বাম-কংগ্রের কর্মী সমর্থকরা। স্থানীয় মানুষও বাঁশ, লাঠি নিয়ে পাল্টা প্রতিরোধে নামে। অভিযোগ লাঠিচার্জ করে পুলিশ। এখনো ঝামেলা চলছে। 

সিপিআই(এম) মূর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা বলেন, ‘‘গোটা জেলা জুড়ে সর্বত্র মনোনয়ন যাতে বিরোধীরা করতে না পারে তার চেষ্টা করছে তৃণমূল এবং নির্বাচন কমিশন। দেরিতে ডিসিআর ফর্ম দিয়েছে কোথাও আবার কোথাও দেয়নি। অবস্থা হচ্ছে নিমন্ত্রন করেছে কিন্তু আয়োজন করেনি। দ্রুত নির্বাচন ঘোষণা করে তৃণমূল ভেবেছিল বিরোধীরা প্রার্থী দিতে পারবে না। কিন্তু তারা ভুল ভেবে। ভোট ঘোষণা করেছে কিন্তু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশাসন এবং নির্বাচন কমিশনের ব্যার্থতা দেখা দিচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘পঞ্চায়েতের বিপুল টাকা লুঠের যেই সাধ তৃণমূল পেয়েছে তা তারা ছাড়তে পারছে না। লোভ সামলাতে পারছে না। তাই বাঁধা দিচ্ছে মনোনয়নে। সেই বাঁধাকে অতিক্রম করেছেন বামফ্রন্টের কর্মীরা, প্রতিরোধ করছে তারা। কোন কোন জায়গায় বামফ্রন্ট এবং কংগ্রেস একসাথে প্রতিরোধ করছে। আমরা একসাথে তৃণমূল বিজেপিকে প্রতিহত করতে চাই। ২০১৮ তে যা হয়েছে ২০২৩ সালে তা হতে দেবো না।’’ 
নওদায় ব্লকে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে কাউকে মনোনয়ন দিতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন জামির মোল্লা। তিনি বলেন, ‘‘প্রার্থী ঠিক করা নিয়ে গতকাল নওদায় বিধায়ক এবং ব্লক সভাপতির গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। বিধায়কের লোকরা যাতে মনোনয়ন দিতে না পারে তার জন্য ব্লক অফিস ঘিরে রেখে ব্লক সভাপতির লোকেরা। কাউকে তারা ভিতরে যেতে দিচ্ছে না।’’
 

Comments :0

Login to leave a comment