FARMER's RALLY AMAL HALDAR

আত্মঘাতী হতে পারেন, আতঙ্কে কৃষকের পরিবার, ডাক রাজভবন অভিযানের

রাজ্য কলকাতা

FARMERs RALLY AMAL HALDAR মঙ্গলবার বক্তব্য রাখছেন অমল হালদার

অনিন্দ্য হাজরা

দিল্লির আন্দোলন রাজ্যের ২১টি জেলায় ছড়িয়ে পড়বে। আন্দোলনের ঢেউয়ে কৃষকদের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। পঞ্চায়েতে আমাদের কৃষকদের রায়কে পায়ের তলায় পিষেছে। এর জবাব দেওয়ার সময় এসেছে৷ লোকসভায় পঞ্চায়েতের জবাব দিতে হবে। 

কেন্দ্রের কর্পোরেটের বন্ধু ও স্বৈরতান্ত্রিক শক্তিকে ক্ষমতা থেকে সরাতে হবে। রাজ্যে তাদের সহযোগীদের পরাস্ত করতে হবে। মঙ্গলবার ধর্মতলায় জনসভা থেকে এই আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সভাপতি বিপ্লব মজুমদার। 

মঙ্গলবার গোটা ধর্মতলা লালে লাল। দুটো লেন ভর্তি। কৃষকনেতারা প্রশাসনকে অনুরোধ করেন থার্ড লেন বন্ধ করে দিতে। চৌরঙ্গী অবধি মানুষের স্রোত। অন্নদাতার স্রোত। 

পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার সম্পাদক অমল হালদার বলেছেন, ‘‘স্মার্ট মিটার কৃষককে সর্বস্বান্ত করবে। স্মার্ট মিটার আমরা লাগাতে দেব না। মাইক্রো ফাইনান্স কৃষিক্ষেত্রকে ধ্বংস করছে। সরকার চুপ।’’ নভেম্বরে রাজভবন অভিযানের প্রস্তুতি নেওয়ার ডাক দেন তিনি।

তিনি বলেছেন, ‘‘কৃষক ভালো নেই। ধান, পাট, আলু, সমস্ত ক্ষেত্র বিপন্ন। জল নেই, সেচ নেই, ধানে পোকা লেগেছে। আলুর দাম নেই। লোকসানে চলছে। কি হবে পাট চাষের? বিস্তীর্ণ এলাকায় দুরবস্থা। জল নেই। সাবমারশিবেল দিয়ে পাট পচাতে হচ্ছে। উৎপাদন খরচ বাড়ছে। শুধু ডেপুটেশনে হবে না। পথে নামতে হবে।’’

হালদার বলেছেন, ‘‘জুট কর্পোরেশনের অফিস ঘিরতে হবে। পেঁয়াজ চাষিদের অবস্থা চোখে দেখা যাচ্ছে না গত বছর দাম মেলেনি। মহিলারা আতঙ্কে। বাড়ির পুরুষরা আত্মহত্যা করতে পারেন। শহরের মানুষের এটা উপলব্ধি করতে হবে। মমতা ব্যানার্জির অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কথায় বাস্তবায়িত হল সেগুলো? ভেজাল সারে বাজার ছেয়ে গিয়েছে। সরকার কোথায়? নদী হেক্টরের পর হেক্টর জমি গিলছে। দুই সরকার নীরব। কোনও ভূমিকা নেই। মানুষ হাউহাউ করে কাঁদছে। সরকার আর কবে নদীতে বাঁধ দেবে? শালি জমি নষ্ট হচ্ছে। খাদ্য নিরাপত্তা তলানিতে যাবে।আবার মা দুটো ভাত দাও ধ্বনি উঠবে। ১০০ দিনের কাজ নেই।’’

কৃষক নেতৃবৃন্দ বলেছেন, ‘‘রেশন ব্যবস্থা উঠিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। গ্রামে কাজ নেই। কাজ খুজতে রাজ্যের বাইরে যাচ্ছে গ্রামের জোয়ান ছেলেরা। আর লাশ হয়ে বাড়ি ফিরছে। মমতা ব্যানার্জি, আপনি এর জবাব দেবেন না? বিএলআরও অফিস চোরেদের আড্ডা। পাট্টা জমি কেড়ে নেওয়া হচ্ছে। আপনার জমি অন্যের নামে রেকর্ড হচ্ছে।’’

 রাজভবন অভিযানের প্রস্তুতি নেওয়ার ডাক দেন অমল হালদার।

Comments :0

Login to leave a comment