Farmer protest kurukshetrs

ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে দিল্লিতে রাস্তা অবরোধ কৃষকদের

জাতীয়

সূর্য্যমুখী বিজের নুন্যতম সহায়ক মূল্য না পেয়ে দিল্লির কাছে জাতীয় সড়ক অবরোধ হরিয়ানার কৃষকদের। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের প্রস্তাবে অখুশি কৃষকরা। সেই কারণে পিপলিতে মহাপঞ্চায়েতে সিদ্ধান্ত হয় সড়ক অবরোধ করার। সেই অনুযায়ী সোমবার সকাল থেকেই হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে কৃষকরা জমায়েত হয় পিপলি বাজারের সামনে। তারপর সেখান থেকেই ৪৪ নম্বর জাতীয় সড়ক চলে যান ও অবরোধ করে।


শনিবার মুখ্যমন্ত্রী মনোহর লালা খট্টার ৮,৫২৮ জন সূর্যমুখী চাষ করেছেন এমন কৃষককে ২৯.১৩ কোটি টাকার ভরপাই দেওয়ার কথা ঘোষণা করেন। কিন্তু সেই টাকা নিতে রাজী নন কৃষকরা। তাঁদের দাবি সূর্যমুখীর বীজের ক্ষেত্রে নুন্যতম সহায়ক মুল্য ঘোষণা করুক সরকার। এবং সেই সহায়ক মুল্য হবে ৬,৪০০টাকা কুইন্টাল প্রতি। কিন্তু হরিয়ানার বিজেপি সরকার সূর্যমুখী বীজ চাষের ক্ষেত্রে ভবন্তর ভরপাই যোজনার চালু করেছে। সেখানে কুইন্টাল প্রতি কৃষকদের ১ হাজার টাকা (স্থায়ী) করে বরাদ্দ করা হয়েছে। এই নিয়েই তীব্র আপত্তি তুলেছেন কৃষকরা। তাদের দাবি, ‘ন্যূনতম সহায়ক মুল্য দাও ও কৃষককে বাঁচাও’। এদিনের এই মহাপঞ্চায়েতে উপস্থিত ছিলেন কুস্তিগির বজরং পুনিয়া। সম্প্রতি রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে কৃষকদের পাশে পেয়েছিল কুস্তিগিররা। এদিনও কৃষকদের আন্দোলনে সামিল হন ওই কুস্তিগির।

Comments :0

Login to leave a comment