Rajib skip governor meeting

‘নির্বাচনের কাজে ব্যস্ত’ অজুহাত দেখিয়ে রাজভবনে গেলেন না রাজীব

রাজ্য

নির্বাচনের কাজে ব্যস্ত তাই রাজভবনে গেলেন না রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। শনিবার রাজভবনের পক্ষ থেকে রাজীবকে আলব করা হয়। সূত্রে খবর রাজ্য নির্বাচন কমিশনারের কাছে ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তি ছড়িয়েছে সেই বিষয় জানতে চাওয়ার জন্য তলব করা হয়েছিল। কিন্তু এদিন তলব এড়িয়ে গিয়েছেন প্রাক্তন মুখ্যসচিব। শনিবার দুপুর ২ নাগাদ রাজভবনে যাওয়ার কথা ছিল রাজীবের।

 

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে দফায় দফায় অশান্তি ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। আক্রান্ত হয়েছেন বিরোধীরা। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে দফায় দফায় গুলি বোমাবাজি হয়েছে আইএসএফ এবং সিপিআই(এম)র ওপর। চোপড়ায় মনোনয়ন দিতে গিয়ে খুন হয়েছেন সিপিআই(এম) কর্মী। ভাঙড়েখুন হয়েছেন এক আইএসএফ কর্মী। কিন্তু শুক্রবার কাকদ্বীপে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিজে দাবি করেছেন শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন পর্ব শেষ হয়েছে।

বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে বিক্ষোভ দেখায় বামফ্রন্ট। কমিশনারের সাথে দেখা করেন বিমান বসু, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। কিন্তু তারপরও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিষয় কোন কথা বলা হয়নি। উল্টে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন।   

Comments :0

Login to leave a comment