DIVYA FROM ISRAEL

ফিরলেন ইজরায়েল থেকে, শান্তি ফিরুক, চাইছেন দিব্য

জেলা

টানা কয়েকদিন প্রবল দুশ্চিন্তায় ছিল গোটা পরিবার। ছেলে ইজরায়েলে। খড়দহ রহড়া বন্দিপুর উপনিবেশ অঞ্চলের দিব্য মুখার্জির বাড়িতে এখন স্বস্তি। শনিবার সকালে দিল্লিতে পৌঁছেছেন দিব্য। বেলা বারোটায় পৌঁছান দমদমে।

২০২২’র ফেব্রুয়ারিতে দিব্য ইজরায়েলে গিয়েছিলেন গবেষণা করতে। বাবা শুধুময় মুখার্জি এবং মা রিতা মুখার্জি, স্ত্রী সহ গোটা পরিবার শঙ্কায় কাটিয়েছেন গত কয়েকদিন। গত সপ্তাহ থেকে যুদ্ধ পরিস্থিতি ইজরায়েল প্যালেস্তাইনে। 

পরিজনরা জানিয়েছেন গত কয়েকদিন ফোন এবং ভিডিও কলিংয়ে  যোগাযোগ ছিল। ইজরায়েলে ভারত সরকারের দূতাবাস সহযোগিতা করেছে বলে জানিয়েছে পরিবার। শুক্রবার রাত দশটা চল্লিশ মিনিটে প্লেনে ওঠেন দিব্য সহ ভারতীয়েরা। শনিবার সকালে দিল্লিতে পৌঁছান। দুপুর বারোটায় দমদম বিমানবন্দরে পৌঁছায় বিমান। 

রহড়ার এই পরিবার চাইছে শান্ত হোক পরিস্থিতি। দিব্য ইজরায়েলে ফিরে গিয়ে ফের যোগ দিন গবেষণায়। দিব্যও জানিয়েছেন পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে যাবেন ইজরায়েলে।

Comments :0

Login to leave a comment