আদিবাসী সংগঠনগুলির একাংশের ডাকে বাংলা বনধে উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় যানবাহন আটকে রয়েছে।
রাজ্যে কুড়মি মাহাতো অংশের আদিবাসী স্বীকৃতির দাবিতে চলছে আন্দোলন। সেই দাবির বিপক্ষে এই আদিবাসী সংগঠনগুলি। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ১২ ঘন্টা বনধ। পথ অবরোধ শুরু হয় রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে। এছাড়াও ইটাহার কালিয়াগঞ্জ, ডালখোলা, করণদিঘী, পানিশালা তে চলছে অবরোধ বিক্ষোভ। দূর পাল্লার বাস, লরি জাতীয় সড়কে আটকে আছে। দফায় দফায় পুলিশের সাথে বাকবিতণ্ডা চলছে।
রাজ্যের তৃণমূল সরকার আলোচনা প্রক্রিয়ায় না যাওয়ায় সমস্যা বাড়ছে বলে মত বিরোধীদের।
হুগলীর পান্ডুয়া , বলাগড় ,আরামবাগ,গোঘাট সহ জেলার বহু জায়গাতেই অবরোধ। পান্ডুয়ার কালনা মোড়ে জিটি রোড ও বলাগড়ের ডুমুরদহের ফুলপুকুর মোড়ে এসটিকেকে রোড অবরোধ করে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অরগানাইজেশন। অবরোধের ফলে সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে দুটি মূল রাস্তায়। বহু গাড়ি আটকে পড়েছে। তবে জরুরী পরিষেবার গাড়িকে ছাড় দেওয়া হয়েছে এই বন্ধে। হাতে তীর ধনুক বল্লম নিয়ে রাস্তায় নেমে বন্ধে সামিল হয়েছে আদিবাসী সমাজের মানুষজন।
Comments :0