Workers Injured

ছাদ ভেঙে আহত ৭ শ্রমিক, গুরুতর ২

জেলা

ঘটনাস্থলে স্থানীয়রা, রয়েছে পুলিশও।

নির্মীয়মান দুর্গা মন্দিরের ছাদ ভেঙে আহত হলেন ৭ শ্রমিক। মঙ্গলবার সাঁকরাইল থানার মানিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পুরাতন বাজার দুর্গা মন্দিরে ভেঙে পড়ে ছাদ। মঙ্গলবার গুরুতর আহত দু’জনকে হাওড়া জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

মন্দিরে ছাদ তৈরির কাজ শেষ হওয়ার কিছু আগে সেটি ভেঙে পড়ে। শ্রমিকরা কাজ করছিলেন। তাঁরা পড়ে গিয়ে আহত হন। এলাকার বাসিন্দারা কর্মরত শ্রমিকদের উদ্ধার করেন। চলে আসেন পুলিশ। 

এলাকার বাসিন্দারা ধ্বংসস্তূপ সরাতে থাকেন। স্থানীয়রা জানিয়েছেন যে ধ্বংসস্তূপের মধ্যে কারও আটকে থাকার সম্ভাবনা প্রায় নেই। আহত শ্রমিকদের স্থানীয় হাজী এসটি মল্লিক হাসপাতালে দ্রুততার সঙ্গে নিয়ে যাওয়া হয়। 

ঘটনাটি সোমবার রাত সাড়ে এগারোটার। 

Comments :0

Login to leave a comment