SFI RALLY

স্কুল দিয়ে ঘেরো, ক্যাম্পাসে ফেরো: মিছিল এসএফআই’র

কলকাতা

শুক্রবার শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট মিছিল এসএফআই’র।

নয়া শিক্ষা নীতি বাতিল এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতায় মিছিল করলো এসএফআই। এদিন এসএফআই কলকাতা জেলা কমিটির ডাকে শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল হয়। কলকাতার বিভিন্ন কলেজ এবং স্কুল ছুঁয়ে মিছিল শেষ হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে। 

স্লোগান ছিল, ‘স্কুল দিয়ে ঘেরো, ক্যাম্পাসে ফেরো।’

মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য্য, জেলা সম্পাদক আতিফ নিসার এবং সভাপতি দেবাঞ্জন দে। মিছিল থেকে স্লোগান ওঠে কলেজ ইউনিয়ন রুম গুলো থেকে বহিরাগতদের হটিয়ে তা ছাত্রদের হাতে তুলে দেওয়ার। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।  

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন