অযোধ্যার মন্দিরে এক নাগা সন্ন্যাসীর মৃত্যু আলোড়ন ফেলেছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ১৯ শে অক্টোবর অযোধ্যার হনুমানগড়ি মন্দির প্রাঙ্গনে চুয়াল্লিশ বছরের নাগা সাধুর মৃত্যু হয়। মৃতের নাম রাম সহরে দাস। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃতের ঘাড়ে গভীর দাগ পাওয়া গেছে। পুলিশ মন্দিরের একজনকে সন্দেহ করছে। যদিও সন্দেহভকজন ব্যক্তি পলাতক।
পুলিশ জানিয়েছে হনুমানগড়ি মন্দিরেই থাকত ওই ব্যক্তি।
Comments :0