SFI Di office march

স্কুল বাঁচাতে আগামীকাল ডি আই অফিস অভিযান

কলকাতা

স্কুল বাঁচাও মূল বাঁচাও।
এই স্লোগানকে সামনে রেখে বুধবার কলকাতা ডি আই অফিস অভিযানের ডাক দিয়েছে কলকাতা জেলা এসএফআই। 
এই কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার বেলেঘাটা, বেহালা, শিয়ালদহ সহ কলকাতার বিভিন্ন জায়গায় পথসভা, অটো প্রচার করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
রাজ্যের আট হাজারের বেশি স্কুলকে রুগ্ন বলে আদালতে জানিয়েছে সরকার। যার মধ্যে রয়েছে কলকাতার বেশ কয়েকটি স্কুল। কেন্দ্রের প্রস্তাবিত শিক্ষা নীতিকে মেনে নিয়ে বামফ্রন্ট সরকারের সময় তৈরি হওয়া অবৈতনিক শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চাইছে তৃণমূল সরকার। 
রাজ্য সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে ইতিমধ্যে চন্দননগরে রাজ্য স্কুল ছাত্র কনভেনশন করেছে এসএফআই।

Comments :0

Login to leave a comment