বেলঘড়িয়া ফিডার রোড এবং এমডি রোড বেহাল অবস্থা। বেলঘড়িয়া উড়ালপুলের পূর্ব এবং পশ্চিম প্রান্ত সহ মাঝখানে বেহাল অবস্থা। তার ওপর বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দ্রুত রাস্তা সারানোর দাবিতে সই সংগ্রহ এবং প্রচার চালালো সিপিআই(এম)। এদিনই পৌর পরিষেবার দাবিতে সই সংগ্রহ হয়েছে পানিহাটিতেও।
সিপিআই(এম) নেতৃবৃন্দ বলেছেন, কামারহাটি পৌর অঞ্চলের বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল অবস্থা। পুজোর আগে সংস্কার করা জরুরি। ডেঙ্গি যেভাবে প্রকোপ বাড়ছে এখনই ব্যবস্থা নিতে হবে। তার জন্য সই সংগ্রহ চলছে। কামারহাটি পৌরসভায় ডেপুটেশনও হবে।
সিপিআই(এম) পূর্ব বেলঘড়িয়া এরিয়া কমিটি এবং সিপিআই(এম) বেলঘড়িয়া এরিয়া কমিটির উদ্যোগে হয়েছে সই সংগ্রহ।
গাড়ি চালকেরা প্রতি মুহূর্তে জীবন হাতের মুঠোয় নিয়ে বেলঘড়িয়া ব্রিজ পারাপার করছেন। যে কোন মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আশঙ্কায় রয়েছেন ঘন জনবসতিপূর্ণ এই এলাকার বাসিন্দারা।
সিপিআই(এম) বলেছে যে ডেপুটেশনেও কাজ না হলে পথ অবরোধ হবে। রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও পৌর পরিষেবার দাবিতে হয়েছে সই সংগ্রহ। রাস্তা মেরামতের সঙ্গে পানীয় জলের সঙ্কট এবং নিকাশি ব্যবস্থার দাবি জানানো হয়েছে।
Comments :0