Morena Shootout

জমি বিবাদ, মধ্যপ্রদেশে শ্যুটআউট, নিহত ৬

জাতীয়

Morena Shootout


পুরনো জমি বিবাদের জেরে দুটি পরিবারের মধ্যে তৈরি হওয়া গণ্ডগোলের ফলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের ৬ জনের। নিহতদের মধ্যে তিনজন মহিলা। ঘটনায় জখম হয়েছেন চার মহিলা সহ পাঁচজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলার সিহোনিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত লেপা গ্রামে। ঘটনার মর্মান্তিক ভিডিও ফুটেজে দেখা গেছে, রাইফেল বহনকারী বেশ কয়েকজন কাঠ দিয়ে মারধর করার পর একটি নিরস্ত্র দলকে গুলি করছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই শিউরে উঠেছেন গোটা দেশের মানুষ। 

বেশ কয়েক বছর আগে জমি বিবাদ ঘিরে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল বলে জানা গেছে। শুক্রবার সকালে দুই পরিবারের মধ্যে গণ্ডগোল শুরু হয় ধীরে ধীরে তা পৌঁছে যায় মারামারিতে। চরম আকার ধারণ করে সেই মারামারি। অভিযোগ তখন এক গোষ্ঠীর দুই ব্যক্তি শ্যামু ও অজিত বন্দুক নিয়ে প্রকাশ্যে গুলি চালাতে শুরু করে গোষ্ঠীর উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। গুরুতর জখম হন চার মহিলা-সহ আরও আটজন। পরে তাঁদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার একটি ভিডিও এর মধ্যেই ভাইরাল হয়েছে। পুলিশ অভিযুক্ত আট জনকে চিহ্নিত করেছে। তবে এদিন রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুরানো শত্রুতার কারণেই খুন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। অভিযুক্তরা নিহতদের আত্মীয় বলে জানা গিয়েছে।

 

Comments :0

Login to leave a comment