NABANNA MARCH

কর্মচারীদের নবান্ন অভিযানে জনজোয়ার,
দেখুন ভিডিও

রাজ্য

NABANNA MARCH বৃহস্পতিবার যৌথ মঞ্চের ডাকে মিছিল।

প্রতীম দে ও দীপাঞ্জনা দাশগুপ্ত

রাপিড অ্যাকশন ফোর্স, ড্রোন আর টিয়ার গ্যাসের বেষ্টনীর মুখেও রাস্তা ছাড়ছেন না সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার বকেয়া ডিএ, শূন্যপদে স্বচ্ছ নিয়োগের মতো গুরুত্বপূর্ণ দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছে কর্মচারীদের যৌথ মঞ্চ। 

সেই মিছিল ঠেকাতে হাওড়ার শরৎ সদনের সামনেই বেষ্টনী করেছে পুলিশ। কর্মচারীদের যেতে দেওয়া হবে না নবান্নে। 

এদিন হাওড়া লঞ্চঘাটে হাজার হাজার সরকারী কর্মচারী, শিক্ষক সহ সরকারি কোষাগার থেকে বেতনপ্রাপ্ত কর্মচারীরা সমবেত হয়েছেন। কোষাগারের টাকায় খেলা, মেলা, উৎসব চলছে। অথচ ন্যায্য পাওনা আটকে রাখছে তৃণমূল কংগ্রেস সরকার। তার প্রতিবাদে ভেঙে পড়েছে জমায়েত। 

হাওড়া কর্পোরেশনের কর্মীরা মিছিলে সমর্থন জানিয়ে পৌর ভবনের বাইরে থালা হাতে প্রতিবাদ জানাচ্ছেন। 

 

মিছিল থেকে উঠেছে হাওড়ার দাঙ্গার বিরুদ্ধে প্রতিবাদের স্বরও। রামনবমীর দিন হাওড়ায় সাম্প্রদায়িক হিংসা হয়েছে এবারও। এই পুলিশ, এমন ব্যূহ যার, সাম্প্রদায়িক হিংসার সময় নিষ্ক্রিয় থাকে কেন রাজপথে গনগনে রোদের দাঁড়িয়ে প্রশ্ন তুলেছে সরকারি কর্মচারীদের আন্দোলন। খেটে খাওয়া সব অংশের ঐক্যের স্লোগান উঠছে মিছিলের সবদিক থেকে। চলছে সরকারি বঞ্চনার প্রতিবাদ।

Comments :0

Login to leave a comment