TMC ATTACK KALYANI

বোর্ড সিপিআই(এম)'র, সমর্থক এসইউসিআই কর্মীকে গুলি তৃণমূলের

জেলা

হাসপাতালে আহত এসইউসিআই কর্মী।

পলশন্ডা-১ গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এম)  এবং এসইউসিআই মিলে বোর্ড গঠন করার পর থেকেই তৃণমূল ব্যাপক সন্ত্রাস নামিয়ে এনেছে গোটা এলাকায়। গুলিতে আহত এসইউসিআই'র এক কর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এই পঞ্চায়েতে সিপিএইএম- ৮, তৃণমূল -৭  এসইউসিআই - ২ , তৃণমূল সমর্থিত নির্দল -১ ও বিজেপি ১আসন জয়ী হয় । 

গত ১০ আগস্ট বোর্ড গঠন নির্বাচনে সিপিআই(এম) এবং এসইউসিআই এর দুই জয়ী সদস্যের সমর্থন পেয়ে ১১ -৮ ব্যবধানে তৃণমূলকে হারিয়ে বোর্ড গঠন করে। প্রধান ও উপপ্রধান দুই পদেই সিপিআই(এম)'র সদস্যরা নির্বাচিত হন।

এরপর থেকে এলাকায় বোমাবাজি, হুমকি অব্যাহত রয়েছে। পুলিশ ও প্রশাসন নিষ্ক্রিয়। জানিয়েও কোনো লাভ হয়নি। তার জেরেই রবিবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা এক এসইউসিআই কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এই খবর পেয়ে দু'জন এসইউসিআই সমর্থক আগুন নেভাতে আসেন। তখন আরমান শেখ নামে এক এসইউসিআই'র কর্মীকে গুলি করে তৃণমূলের দুষ্কৃতীরা। 

আহত আরমানকে পলাশিপাড়া গ্রামীণ হসপিটালে নিয়ে যেতে বাধা দেয় তৃণমূল। এরপর তাঁকে শক্তিনগর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করানো হয়েছে।

Comments :0

Login to leave a comment