খড়গপুর আইআইটির নতুন চেয়ারম্যান হলেন টাকা স্টিলের সিইও এবং এমডি টিভি নরেন্দ্রন। বুধবার খড়গপুর আইআইটির পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই বিষয়ে জানানো হয়েছে।
খড়গপুর আইআইটির ডিরেক্টর ভিকে তিওয়ারি নরেন্দ্রনের চেয়ারম্যান হওয়া প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন যে, একটি সংস্থার শীর্ষ পদে থাকার কারণে প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
তিনি বলেছেন, ‘‘প্রতিষ্ঠানের উন্নতির জন্য তার পরামর্শ এবং চিন্তা ভাবনা আমাদের উপকৃত করবে।’’ আইআইটির পক্ষ থেকে যেই বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে ৩৪ বছর খনি এবং ধাতব শিল্পে কাজ করার অভিঞ্জতা রয়েছে নরেন্দ্রনের। ত্রিচির এনআইটি থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এবং কলকাতার আইআইএম থেকে এমবিএ করেছেন তিনি।
TV Narendran
খড়গপুর আইআইটির নতুন চেয়ারম্যান টিভি নরেন্দ্রন
×
Comments :0