বাঘের আতঙ্ক ছড়াল কোতুলপুর থানার কামারবেড়িয়া গ্রামে। বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দা কৃষ্ণপদ মল্লিক জানান, বুধবার রাতে তিনি পুকুর পাহারা দিচ্ছিলেন। আনুমানিক রাত আড়াইটে নাগাদ টর্চের আলো ফেলতেই বাঘটিকে তিনি দেখতে পান। দ্বিতীয়বার তিনি টর্চের আলো ফেলার পরই ওই প্রানীটি আক্রমণের চেষ্টা করে বলে তিনি জানান। তিনি আরো জানান, কোনদিন এই এলাকায় বাঘের দেখা মেলেনি।
উল্লেখ্য পাশাপাশি এলাকায় জঙ্গলও আছে। রাস্তায় বাঘের ছাপও পাওয়া যায়। স্থানীয় মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বনদপ্তরের দারস্থ হয়েছেন এলাকার মানুষজন। মানুষের দাবি যেভাবেই হোক প্রাণীটিকে চিহ্নিত করে তাকে উদ্ধার করে মানুষকে আতঙ্ক মুক্ত করা হোক। স্থানীয় বনদপ্তরের রেঞ্জার সহদেব মুড়া জানান, তাঁরা বিষয়টির উপর নজর রাখছেন।
Comments :0