MURDER TITAGARGH

চব্বিশ ঘন্টায় ফের খুন টিটাগড়ে

জেলা

চব্বিশ ঘন্টার মধ্যে ফের খুন টিটাগড়ে। টিটাগড় ১৯ নম্বর ওয়ার্ডে কুপিয়ে খুন করা হলো এক যুবককে।

শুক্রবার পারিবারিক অশান্তির জেরে জামাইবাবুর হাতে খুন হয়েছিলেন শ্যালক। সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের খুনের ঘটনা ঘটল টিটাগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বাঁশবাগান এলাকার ওরন পাড়ায়। 

মৃত যুবকের নাম মহম্মদ আব্দুল। নিজের বাড়ির পাশেই একটি টোটোর মধ্যে দুপুর বেলা শুয়ে ছিলেন তিনি। জানা গিয়েছে, সেই সময় তাঁরই পরিচিত চুরুয়া মুন্না নামে এক যুবক এসে তাঁকে স্ক্রু ড্রাইভার দিয়ে রক্তাক্ত করতে থাকে। মুন্না সেখান থেকে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় আব্দুল ওরফে বুল্লাকে বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Comments :0

Login to leave a comment