গুজরাটের রাজকোটে গহনা ব্যবসায়ীর মদতপুষ্ট দুষ্কৃতীদের হামলায় খুন হওয়া পশ্চিমবঙ্গের দুই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনতে রবিবার রওনা দিলেন তাঁদের আত্মীয়রা। বৃহস্পতিবার রাতে খুন হন সুমন ওরফে মীনু শেখ (১৬) এবং রাহুল শেখ (১৮)। এই শ্রমিকদের বাড়ি কালনা থানার অন্তর্গত কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের নতুনচর গ্রামে। ভাগীরথী নদীর পাড়ে অবস্থিত এই গ্রাম কৃষি প্রধান গ্রাম। কৃষিই এই গ্রামের মানুষের প্রধান জীবিকা। কিন্তু কৃষিতে লাভ না হওয়ায় এই গ্রামের অনেকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজে চলে গেছেন। রাহুল ও সুমনও পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাটের রাজকোটে কাজে গিয়েছিলেন। কিন্তু রূপো চুরির অপবাদে তাঁদের সেখানে খুন করে গহনা ব্যবসায়ীর লোকজন। খবর পেয়ে নিহত দুই শ্রমিকের আত্মীয়রা রবিবার সকালে রাজকোটের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রাথমিকভাবে নিহতদের পরিবারের সদস্যরা জেনেছেন, গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। নিহত রাহুল শেখ এমবিএস অর্নামেন্টস নামে ওই কারখানায় কাজ করতেন। তিনি গয়নার কারিগর ছিলেন। সেদিন কাজ শেষে কারখানা থেকে বেরোনোর সময় পুষ্পরাজ নামে এক নিরাপত্তা রক্ষী রাহুলকে আটকায়। অভিযোগ, ওই কারখানা থেকে রাহুল ১০০ গ্রাম রূপো চুরির চেষ্টা করেছিলেন। সে কথা নাকি রাহুল স্বীকার করেন। মালিকপক্ষের দাবি, রাহুল নাকি জানিয়েছিলেন যে, তিনি ওই রূপো মীনু শেখের কাছে গচ্ছিত রেখেছেন। মালিকের লোকজন এরপর রাহুলকে দিয়ে ফোন করিয়ে মীনুকেও সেখানে ডেকে আনে। পুলিশ জানিয়েছে, কারখানার উপরের তলায় তাঁদের দু’জনকে নিয়ে যাওয়া হয়। সেখানে ১৩জন মিলে রাহুল এবং মীনুকে রড, লাঠি দিয়ে বেধড়ক মারে। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজনকে আটক করা হয়েছে।
BEATEN TO DEATH
পিটিয়ে খুন ২পরিযায়ীর দেহ আনতে পরিবার গেল গুজরাটে
×
Comments :0