প্রচারই সার, ঘণ্টায় মাত্র ৮৩ কিলোমিটার গতিতেই ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস। গত দু’বছর ধরেই একই অবস্থা। ট্রেনটি শুরুর সময় গতিবেগ নিয়ে জমকালো প্রচার চালিয়েছিল কেন্দ্র। কিন্তু পরিকাঠামোর উন্নয়নে কোনও জোর দেয়নি। ফলে খারাপ রেল লাইনের জন্য সাধ থাকলেও গতি বাড়াতে পারেনি বন্দে ভারত।
প্রসঙ্গত, ট্রেনটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। সম্প্রতি একটি আরটিআই প্রশ্নের উত্তরে এই কথা জানা গেছে।
Comments :0