CLIMATE KOLKATA

পরিবেশ দিবসে পদযাত্রা কলকাতায়

কলকাতা

সোমবার কলকাতায় মিছিল। ছবি: অচ্যুৎ রায়

জানেন কি দেশের দূষণে কলকাতা দেশে দ্বিতীয়? তা’হলে কেন ধ্বংস হচ্ছে জলাভূমি। বোজানো হচ্ছে পুকুর। পূর্ব কলকাতার জলাভূমি দখলে বাড়বে দূষণ। 

ছোট ছোট কথা। ছোটরাই বলল। ভাবালো বড়দেরও। সোমবার, বিশ্ব পরিবেশ দিবসে এমন হরেক ব্যানার পোস্টার নিয়ে মিছিল করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্টালি পর্যন্ত হলো মিছিল। 

এবারের বিশ্ব পরিবেশ দিবসে জোর দেওয়া হচ্ছে প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে। তারও প্রচার হলো মিছিলে। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন