২০১৮ সালের পরিস্থিতি ২০২৩ সালে নেই। আগের বার গোটা রাজ্যজুড়ে শাসকদলের সন্ত্রাসে বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতেই পারেনি। কোথাও শাসক দলের পোষা গুন্ডারা ব্লকের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে পাহারা দিয়েছে। আবার কোথাও এলাকায় এলাকায় চলেছিল হুমকি। এবার পরিস্থিতি বদলে গেছে। বুধবার তৃণমূলের হুমকি ও হামলা প্রতিরোধ করে মনোনয়ন জমা দিলেন বামপ্রার্থীরা। এদিন বিডিও অফিসের ভিতরে নমিনেশন পেপার ছিঁড়ে প্রার্থীকে মারধর করে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।
এদিন দুপুরে ঘটনাটি ঘটেছে, হাওড়ার আমতা ১নম্বর ব্লকে। জানা গেছে, আমতা ১ নম্বর ব্লকের খোসালপুর গ্রাম পঞ্চায়েতের ৫জন সিপিআই(এম) প্রার্থী মনোনয়ন দাখিল করতে বিডিও অফিসে ঢোকেন। মনোনয়ন দাখিল করার সময় তৃণমূলীরা ব্যাপক হুমকি দিতে থাকে। এমনকি একজনকে মারধর করে নমিনেশন ছিঁড়ে দেয়। অভিযোগ প্রার্থীকে ধাক্কা দিতে দিতে বিডিও অফিসের বাইরে বের করে দেয়। তৃণমূলের হুমকি ও হামলা উপেক্ষা করে বিডিও অফিসের ভিতর প্রতিরোধ গড়ে তুলে ৩ জন সিপিআই(এম) প্রার্থী বিডিও অফিসে মনোনয়ন দাখিল করেন। বিডিও অফিসের ভিতর প্রার্থীদের আক্রান্ত ও নমিনেশন পেপার ছেঁড়ার ব্যাপারে সিপিআই(এম) আমতা ১ নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে বিডিও এবং নির্বাচন কমিশনকে অভিযোগ জানানো হয়েছে।
Comments :0