Western Disturbance Bengal

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণ বঙ্গে

কলকাতা

মোকা ঝড় বিদায় নিয়েছে তাও সপ্তাহ অতিক্রান্ত। এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে ব্যটিং করে যাচ্ছে তীব্র গরম। দিনে প্রখর রোদের তেজ সঙ্গে গরম হাওয়ায় নাজেহাল বঙ্গবাসী। গত সপ্তাহে সন্ধের পর দু একদিন বৃষ্টি নামলেও দিনে সেই দাবদাহে পুড়ছে শহর থেকে গ্রাম। সোমবারও একই আবহাওয়া থাকলেও মঙ্গলবার বিকেলের পর থেকে হালকা পরিবর্তন আবহাওয়ার। এদিন বিকেলে আকাশে পুঞ্জিভূত হয় কালো মেঘ। তারপরেই ওঠে ঝোড়ো হাওয়া। বিকেলে কলকাতা শহরে বৃষ্টি না হলেও দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলাতেই ঝাপিয়ে বৃষ্টি নামে। মালদহ, বর্ধমান, দুর্গাপুরে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা হাওয়া। মাঝারি বৃষ্টি হয় উত্তর চব্বিশ পরগনা ও নদীয়ায়। রাতের দিকে মাঝারি বৃষ্টি হয়।


আলিপুর আবহাওয়া দপ্তরও শুনিয়েছে আশার বাণী। আপাতত তীব্র গরম থেকে দিন কয়েকের ছুটি। রাজ্যে হাজির পশ্চিমী ঝঞ্ঝা সঙ্গে দোষর ঝঅড়খন্ডের ঘুর্ণাবর্ত। সব মিলিয়ে বৃষ্টির অনুকূল পরিবেশ ইতিমধ্যে বৃষ্টি নিয়ে দক্ষিণের জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃষ্টি ও শীতল হাওয়ার প্রভাবে ৩-৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসানসোল ও বাকুঁড়াতেও ঝড় বৃষ্টি হয়। কোথঅও কোথাও শিলা বৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া যায়

 

ঝড়ে গাছ উপড়ে পড়ে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে পলতায়। 

Comments :0

Login to leave a comment