WHITE CANE

দৃষ্টিহীনদের ‘হোয়াইট কেন’, দাবি বহরমপুরে

জেলা

বিশ্ব ‘হোয়াইট কেন ডে’-তে মিছিল বহরমপুরে।

কেন সকলে পাবেন না প্রাপ্য সামাজিক সুরক্ষা ? কেন বাড়ানো হবে না মানবিক ভাতা ? কেন সব দৃষ্টিহীনকে ‘হোয়াইট কেন’ সরবরাহ করছে না সরকার? 
প্রশ্ন বহরমপুরে প্রতিবন্ধী সম্মিলনীর মিছিল থেকে। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী মুর্শিদাবাদ জেলা কমিটির আয়োজনে ‘ওয়ার্ল্ড হোয়াইট কেন ডে’-তে সভা ও মিছিল হয়। বক্তব্য রাখেন রণ দাস , সঞ্জয় সাহা, সমীর বরণ দত্ত, লক্ষণ মুখার্জি। সভার মাঝেই মিছিক হয়। মিছিল থেকে ওঠে প্রতিবন্ধীদের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া, মানবিক ভাতা বৃদ্ধির দাবি। দৃষ্টিশক্তির সমস্যা সম্পন্নদের ব্যবহারে বিশেষ ছড়ি দেওয়ার দাবি ওঠে। 

Comments :0

Login to leave a comment